Mythology

জটিল রোগ আরোগ্যে শিবের কোন মন্দিরে প্রার্থনা করবেন

মানুষের আয়ুবৃদ্ধি ও রোগ আরোগ্যর প্রার্থনা বিশেষভাবে মঞ্জুর হয় এখানে।

Published by
Sibsankar Bharati

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিরাজ করছেন মহাকালেশ্বর জ্যোর্তিলিঙ্গ। শিব এখানে রজোপ্রধান। এই শিবের পুজো করলে তাঁর শক্তিতে মানুষের অকালমৃত্যু রোধ হয়।

যে যা পার্থিব প্রার্থনা করে তাকে সেই ফল দান করে থাকেন মহাকালেশ্বর। তবে পার্থিব বন্ধন মুক্তির বাসনা পূরণ হয় না। মানুষের আয়ুবৃদ্ধি ও রোগ আরোগ্যর প্রার্থনা বিশেষভাবে মঞ্জুর হয় এখানে।

মহাকালেশ্বর মন্দির

(তথ্য – শিবশংকর ভারতী)

Share
Published by
Sibsankar Bharati