Entertainment

ধর্ষণের অভিযোগ মাথায় নিয়েই বিয়ে করলেন মিঠুনপুত্র মিমো

Published by
News Desk

মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মিঠুন চক্রবর্তীর উটির হোটেলে পুলিশি হানা, যোগিতা বালির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ সামনে আসার পর মিঠুন পুত্রের বিয়ে ভেঙে গেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। গত ৭ জুলাই উটির হোটেলে বিশাল করে মিমোর বিয়ের কথা থাকলেও তা হয়নি। এমনও খবর ছড়ায় যে মিমোর সঙ্গে মেয়ের বিয়ে দিতে বেঁকে বসেছেন পাত্রী মদালসা শর্মার পরিবার। কিন্তু সেই ভুল ভেঙে গেল মঙ্গলবার। জামিনে মুক্ত মিমোর সঙ্গে বেশ ঘটা করেই বিয়ে হল মদালসার। তাঁদের সেই বিয়ের ছবি ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত এক ভোজপুরী অভিনেত্রী সম্প্রতি অভিযোগ করেন ২০১৫ সালে তাঁর সঙ্গে প্রথম দেখা হয় মিমোর। তারপর ঘনিষ্ঠতা। আর সেই ঘনিষ্ঠতার জেরে তারপর থেকে বারবার তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি যখন তিনি গর্ভবতী হয়ে পড়েন তখন তাঁকে কিছু ট্যাবলেট খাওয়ান মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী অর্থাৎ মিমো। তাঁকে জানান এই সময়ে তিনি তাঁর কেরিয়ারে মনোনিবেশ করতে চান। তাই তাঁকে গর্ভপাত করাতে হবে। গর্ভপাতে তাঁকে কার্যত বাধ্য করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এত বছর ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে গেলেও এখন তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন মিমো। আর তাঁকে মদত দিচ্ছেন মিমোর মা যোগিতা বালি। ওই অভিনেত্রীর অভিযোগ, যোগিতা বালি নাকি তাঁকে এই সম্পর্ক থেকে অবিলম্বে সরে যেতে চাপ দিচ্ছিলেন। তাঁদের প্রতিপত্তির কথা জানিয়ে ভয়ও দেখাচ্ছিলেন। এরপরই মিঠুন চক্রবর্তীর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে এফআইআর হয়। এখন সেই মামলায় জামিনে মুক্ত তাঁরা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk