Entertainment

হলে সিনেমা দেখতে যাওয়ার প্রবণতা কমার কারণ জানালেন মাধুরী দীক্ষিত, কারণটা ওটিটি নয়

অনেকেই মনে করেন মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কমিয়ে দিয়েছেন কারণ তাঁরা ওটিটি পেয়ে যাচ্ছেন। মাধুরী দীক্ষিতের মতে কিন্তু সেটাই কারণ নয়।

একমাত্র ওটিটি প্ল্যাটফর্মের কারণেই মানুষ সিনেমা হলে যাওয়া কমিয়ে দিয়েছেন, এমন কথা মানতে নারাজ মাধুরী দীক্ষিত। নিজের একটা যুগ তৈরি করা তারকা মাধুরী মনে করছেন এর পিছনে রয়েছে অন্য কারণ। সংবাদ সংস্থা আইএএনএস‌কে দেওয়া একটি সাক্ষাৎকারে মাধুরী তাঁর মতামত বুঝিয়ে বলেন।

মাধুরীর মতে, এখন মানুষ ব্যস্ত। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে মানুষের রাত সাড়ে ৮টা, ৯টা বেজে যায়। তারপর সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া মুশকিল। তাই সাধারণ মানুষের কাছে সপ্তাহ শেষের ছুটিটায় সিনেমা হলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু সেই সুযোগ থাকলেও তাঁরা অনেকেই এখন সিনেমা হল থেকে মুখ ফিরিয়েছেন। ইচ্ছা থাকলেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে নিজেকে দূরে রাখছেন টিকিটের দামের জন্য।

মাধুরীর মতে, সিনেমা হলে টিকিটের দাম এখন যেখানে পৌঁছেছে সেখানে অনেক মানুষকেই বাজেটের কথা ভাবতে হয়। এখন অনেক ভাল সিনেমা তৈরি হচ্ছে বলেই মনে করেন মাধুরী। কিন্তু হলে গিয়ে সেই সিনেমা দেখার ক্ষেত্রে মানুষের অনীহার একটা বড় কারণ টিকিটের প্রচুর দাম বলেই মনে করেন ৫৮ বছর বয়সী এই তারকা।

মাধুরী আরও জানান, সিনেমা হলে অনেক টাকা খরচ করে সিনেমা দেখার চেয়ে মানুষ কম খরচে ওটিটিকে বেছে নিচ্ছেন। এতে তাঁরা নিজেদের ইচ্ছামত সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। আবার প্রচুর অর্থ ব্যয়ও করতে হচ্ছেনা।

মাধুরী যা বললেন, তার সারবত্তা হল টিকিটের দাম এত বেশি থাকলে সাধারণ মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে মুখ ঘোরাবেন এটাই স্বাভাবিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *