Categories: Kolkata

প্রভাবশালী নন, অভাবশালী, বললেন মদন মিত্র

Published by
News Desk

হোটেল থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিলেন সারদা মামলায় জামিনে মুক্ত মদন মিত্র। জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই ভবানীপুরের ওই হোটেলে পাঁচতলার একটি ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার সকালে বেরিয়ে রাস্তার উল্টোদিকে একটি হনুমান মন্দিরে পুজো দিতে যান মদনবাবু। পরনে ছিল লাল পাঞ্জাবী। অনুগামী পরিবেষ্টিত অবস্থায় রাস্তা পেরিয়ে মন্দিরে পুজো দিতে ঢোকেন মদনবাবু। কিছুক্ষণ মন্দিরেই কাটান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের প্রভাবশালী তত্ত্ব এড়িয়ে যান মদনবাবু। তাঁর দাবি, তিনি প্রভাবশালী নন, অভাবশালী। এদিক মদন মিত্র যখন হোটেল থেকে বেরিয়ে পুজো দিতে ব্যস্ত, তখন অন্যদিকে সিবিআই ব্যস্ত ছিল তাঁর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করার কাজে। যেখানে তাদের প্রধান অস্ত্রই ছিল মদন মিত্রের প্রভাবশালী তত্ত্ব।

Share
Published by
News Desk

Recent Posts