SciTech

সামান্য সময়ের অপেক্ষা, তারপরই শুরু চন্দ্রগ্রহণ

গত ১০ জানুয়ারি হয়েছিল চন্দ্রগ্রহণ। তারপর এদিন ফের চন্দ্রগ্রহণ দেখতে পাবেন মানুষজন।

Published by
News Desk

কলকাতা : শুক্রবার ৫ জুন ভারতে রাত সওয়া ১১টায় শুরু হবে চন্দ্রগ্রহণ। চলবে রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ খাতায় কলমে ৫ জুন শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৬ জুন। এদিনের চন্দ্রগ্রহণ হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। ফলে চাঁদকে পূর্ণিমার চাঁদই লাগবে। কারণ এদিন পূর্ণিমা। তবে ঈষৎ লালচে। জুন মাসের পূর্ণিমার চাঁদ স্ট্রবেরি মুন হিসাবেই পরিচিত। সেই লালচে ভাব থাকবে চাঁদের গায়ে।

গ্রহণ যে সারাক্ষণ খুব ভাল দেখা যাবে তা নয়। গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে রাত ১২টা ৩৪ মিনিটে। ঠিক ওই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়বে। অনেকেই প্রথম থেকে চাঁদ দেখে গ্রহণ হচ্ছে বলে বুঝতে নাও পারতে পারেন বলেও জানিয়েছেন বিশেষজ্ঞেরা। এমন একটি চন্দ্রগ্রহণ ফের এই বছরের নভেম্বরে দেখতে পাওয়া যাবে।

এদিনের চন্দ্রগ্রহণ ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ ও পূর্ব আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে। ভারতে ৩ ঘণ্টা ১৮ মিনিট গ্রহণ থাকবে। ৩ ধরণের চন্দ্রগ্রহণ হয়ে থাকে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এদিন হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

Share
Published by
News Desk

Recent Posts