Kolkata

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ চাক্ষুষ করা কী তবে অধরাই থেকে গেল?

Published by
News Desk

শুক্রবারই রাতের আকাশে এক বিরলতম মহাজাগতিক বিস্ময় ঘটতে চলেছে। যা ফের দেখা যাবে ১০৫ বছর পর। অর্থাৎ এটা পরিস্কার যে এই মুহুর্তে যাঁরা বেঁচে রয়েছি তাঁরা কেউই সেই দিনটা দেখার জন্য বেঁচে থাকব না। বিজ্ঞানীদের হিসাব বলছে ফের এমন দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে ২১২৩ সালে। তাই ‘ওয়ান্স ইন আ লাইফ টাইম’ এই বিস্ময় দেখার জন্য মুখিয়ে আছেন বিশ্ববাসী। যেমনভাবে মুখিয়ে কলকাতা সহ গোটা রাজ্য।

কিন্তু মৌসুমি অক্ষরেখার প্রবল সক্রিয়তা সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব মিলিয়ে যেভাবে বিকেলের পর ঘনঘটা ছাইছে তাতে রাতের আকাশ মেঘে ঢাকা থাকবে বলেই প্রায় নিশ্চিত সকলে। সেই পুরু মেঘের আড়ালেই শতাব্দীর অন্যতম বিরল মুহুর্তটা নিজের মত করে সম্পূর্ণ হবে, অথচ মেঘের এপাশ থেকে তা প্রত্যক্ষ করা অধরাই থেকে যাবে রাজ্যবাসীর। সন্ধের পর আকাশের যা চেহারা তাতে এ নিয়ে কোনও দ্বিমত নেই কারও। যদিনা কোনও ভাবে মেঘ কেটে যায়! আকাশে ফুটে ওঠে চাঁদ। যা কষ্ট কল্পনা ছাড়া বোধহয় এই মুহুর্তে আর কিছুই নয়। ফলে বোধহয় এ জন্মে রাজ্যের সিংহভাগ মানুষের অধরাই থেকে গেল শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার বাসনা।

Share
Published by
News Desk

Recent Posts