চন্দ্রগ্রহণ, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Bernd Thaller
আর মাত্র কয়েকটা দিন। ৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যেতে চলেছে এক মহাজাগতিক বিস্ময়। যা দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নন অনেকেই। বিশেষত যাঁরা যে কোনও মহাজাগতিক বিস্ময় দেখার অপেক্ষায় থাকেন।
ওইদিন সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়বে পৃথিবী। পৃথিবীর ছায়া গিয়ে পড়বে চাঁদের ওপর। চাঁদের ওপর এই ছায়া পড়লেও চাঁদে অন্ধকার নামবে না। বরং একটা গাড় লালচে রং ধরবে চাঁদের গায়ে।
সূর্যরশ্মি এসে পৃথিবীর পিঠে পড়ে নানাদিকে ছড়িয়ে পড়বে। যে ২টি রংয়ের সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য লাল ও কমলা, এই ২টি রং আশপাশে ছড়িয়ে পড়েও চাঁদ পর্যন্ত পৌঁছবে।
পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা থাকলেও এই ২টি রং পৌঁছে চাঁদের সারা গায়ে লেপ্টে যাবে। তাতেই রক্তবর্ণ চাঁদের দেখা মিলবে। যাকে বলা হয় ব্লাড মুন। ওইদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যা এশিয়ার অধিকাংশ জায়গা থেকেই দেখা যাবে। দেখা যাবে আফ্রিকা ও ইউরোপের কিছু জায়গা থেকে।
ভারতের প্রায় সব জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে। তখন অবশ্য পুরো চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়বে না। পড়বে আংশিকভাবে।
পূর্ণগ্রাস শুরু হবে রাত ১১টা থেকে। চলবে ১২টা ২২ মিনিট পর্যন্ত। এই সময়ে দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত রক্তবর্ণ চাঁদ। সকলে খালি চোখেই তা দেখার সুযোগ পাবেন।
ভারতের বিভিন্ন জায়গা সহ কলকাতা থেকে খুব ভাল দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে শর্ত একটাই। আকাশ মেঘে ঢাকা থাকলে এই সুযোগ হাতছাড়া হবে।