SciTech

বছরের শেষ চন্দ্রগ্রহণ, কবে কখন দেখা যাবে এই বিরল দৃশ্য

১৪ দিন আগেই হয়ে গেছে সূর্যগ্রহণ। যা অবশ্য ভারত থেকে দেখা যায়নি। এবার বছরের শেষ চন্দ্রগ্রহণ পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন।

Published by
News Desk

এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন। ২৯ অক্টোবর দেখা যাবে এই মহাজাগতিক বিরল দৃশ্য। ১৪ দিন আগেই সূর্যগ্রহণ হয়ে গেছে। কিন্তু ভারতবাসীর কাছে তা অধরাই থেকে গেছে। এবার বছরের শেষ চন্দ্রগ্রহণও কি অধরাই থাকবে? এটাই এখন সকলের প্রশ্ন।

সূর্যগ্রহণ শিকেয় না ছিঁড়লেও চন্দ্রগ্রহণ কিন্তু ভারতের সব প্রান্ত থেকেই দেখা যাবে। ২৮ অক্টোবর রাতে অর্থাৎ খাতায় কলমে ২৯ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে শুরু হবে গ্রহণ। আর শেষ হবে ২টো ২৪ মিনিটে।

মোট ১ ঘণ্টা ১৯ মিনিট ধরে চলবে গ্রহণ। তবে এবার চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়। আংশিক চন্দ্রগ্রহণ। যা ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকার পূর্ব প্রান্ত ও অ্যাটলান্টিক মহাসাগর থেকে দেখতে পাওয়া যাবে।

এই চন্দ্রগ্রহণটি এ বছরের মত শেষ চন্দ্রগ্রহণ। এরপরের চন্দ্রগ্রহণ ফের দেখা যাবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। সেটি অবশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। তবে তার আগে আসন্ন চন্দ্রগ্রহণ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। রাতের আকাশে দেখা যাবে এই বিরল দৃশ্য।

পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে এসে পড়লে পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। ফলে চাঁদের ওপর একটা ছায়ার আস্তরণ পড়ে। এটাই চন্দ্রগ্রহণ।

এই ছায়া অনেক সময় পড়ার পর চাঁদকে লাল দেখায়। চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, এই মহাজাগতিক বিস্ময় দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই।

Share
Published by
News Desk

Recent Posts