Sports

মেসি, রোনাল্ডোদের একছত্র আধিপত্যে থাবা, ব্যালন ডি’অর পেলেন লুকা মদ্রিচ

Published by
News Desk

মেসি না রোনাল্ডো। এই নিয়ে তর্কটা চলত। কে পাবেন এ বছরের ব্যালন ডি’অর সম্মান। কখনও তা উঠেছে রোনাল্ডোর হাতে, তো কখনও মেসির। গত এক দশকে অন্য কোনও নাম ধারে কাছে আসার সুযোগটুকুও পায়নি। এবার সেই একছত্র আধিপত্যে থাবা বসিয়ে দিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার তথা বিশ্বকাপে দলের ক্যাপ্টেন লুকা মদ্রিচ। যাঁর এক একটা পাস স্বপ্নের মত ধরা দিয়েছে ফরোয়ার্ডদের পায়ে। যেখান থেকে গোল করাটা ছিল নেহাতই ছেলেখেলা। সেই লুকা মদ্রিচ যাঁর হাত ধরে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে যায় ক্রোয়েশিয়া। সেই ফুটবল অন্ত প্রাণ লুকা মদ্রিচকে এবার বেছে নিলেন সাংবাদিকরা।

ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অর ১৯৫৬ সাল থেকে বছরের সেরা ফুটবলারকে সম্মান দিয়ে আসছে। যা জিতে নেওয়া এখন ফুটবলারদের জীবনে এক স্বপ্ন। অনেকটা অস্কার জেতার মতই। সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন বছরের সেরা ফুটবলার। আর সেই ভোট এবার শুষে নিল ক্রোয়েশিয়ার ফুটবল জাদুকর লুকা। সেরা যুব খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রান্সের এমবাপে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Luka Modric

Recent Posts