Categories: World

আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত ৩ পুলিশকর্মী

Published by
News Desk

ফের বন্দুকবাজ। ফের এলোপাথাড়ি গুলি। ফের মৃত্যু। অকুস্থল আমেরিকা। মার্কিন পুলিশ জানিয়েছে লুসিয়ানার ব্যাটন রুজে এদিন আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। আক্রমণের লক্ষ্য ছিল পুলিশ। তার ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন পুলিশ আধিকারিক। এঁদের মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৭ জন আধিকারিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিকে এভাবে আচমকা এক বন্দুকবাজের হামলায় হতভম্ব অবস্থা কাটিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ। পুলিশের দাবি, তাদের ছোঁড়া গুলিতে ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। ঘটনার পর শহরের বাসিন্দাদের সতর্ক থাকার ও ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেয় পুলিশ। গোটা শহরে খানা তল্লাশি শুরু করেছে তারা। এই ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ নয়, ডালাসে মিছিল থেকে গুলি করে ৫ পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনার যোগ রয়েছে। কয়েকদিন আগে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ করে ডালাস শহরে একটি মিছিল বার হয়। সেই মিছিল থেকে গুলি করে ৫ পুলিশ আধিকারিককে হত্যা করা হয়।

Share
Published by
News Desk