World

গোলাপি ধুলোয় ঢেকেছে শহর, আকাশ থেকে ঝরে পড়া গোলাপি ধুলো আসলে কি

লস অ্যাঞ্জেলস জ্বলছে। সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যতম বর্ধিষ্ণু এলাকা আগুনের গ্রাসে। সেখানে বিমান থেকে ছড়ানো হচ্ছে গোলাপি ধুলো।

Published by
News Desk

লস অ্যাঞ্জেলসের দাবানল পৃথিবী জুড়ে এক আতঙ্কের খবরে পরিণত হয়েছে। সর্বগ্রাসী আগুন থেকে বাঁচতে বহু মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। জ্বলে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। এই অবস্থায় আগুন নেভানোই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করা না গেলে লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি ক্রমে শোচনীয় আকার নিচ্ছে। আগুন নেভাতে তাই কোনও পথ বাকি রাখছে না প্রশাসন। দাবানল নেভাতে আকাশপথ বেছে নেওয়া হচ্ছে।

বিমানে করে সেখানে জল ছেটানোর জায়গায় দেখা যাচ্ছে গোলাপি ধুলোর মত কিছু ছড়িয়ে দেওয়া চলছে। প্রচুর পরিমাণে তা ছড়ানো হচ্ছে। যা আগুন যেখানে জ্বলছে সেখানে ছড়ানো হলেও তা চারধারেই ছড়াচ্ছে। ফলে বাড়িঘর, রাস্তাঘাট সবই ওই গোলাপি ধুলোর আস্তরণে ঢাকা পড়ছে।

এখন প্রশ্ন হল এই গোলাপি ধুলো আসলে কি? এই গোলাপি ধুলোর নাম ফস চেক। এটি আদপে একধরনের রাসায়নিক। যা আগুন নিয়ন্ত্রণে সহায়ক।

অক্সিজেন যেহেতু আগুনের জ্বালানি হিসাবে কাজ করে, তাই সেই অক্সিজেনকে আগুন থেকে দূরে রাখে এই গোলাপি ধুলোর মত দেখতে রাসায়নিক।

আগুন নিয়ন্ত্রণে দারুণ কার্যকরি হলেও পরিবেশবিদরা এই ধুলোর ব্যবহার মেনে নিতে পারেননা। কারণ এই ধুলো আগুন নিয়ন্ত্রণ করলেও তা মানবদেহ থেকে শুরু করে জীবজগতের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। ক্ষতি হয় সার্বিক বাস্তুতন্ত্রেও। এই গোলাপি গুঁড়োর ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদও চালিয়ে যাচ্ছেন পরিবেশবিদরা।

Share
Published by
News Desk

Recent Posts