World

আধখানা বাড়ির দাম ৪ কোটি টাকার বেশি, বিজ্ঞাপনেই চক্ষু চড়কগাছ

একটা গাছের জন্যই গোটা বাড়ি নয় অর্ধেক বাড়ি বিক্রি করছেন বাড়ির মালিক। যদিও যিনি কিনবেন তিনি গোটাটাই পাবেন। সেখানেই প্রচারের আলো পেয়েছে বিজ্ঞাপনটি।

Published by
News Desk

অর্ধেক বাড়ি বিক্রি আছে। এখানে মনে হতেই পারে যে বাড়ির অর্ধেক বাড়ির মালিক বিক্রি করে দেবেন। বাকি অর্ধেক অংশে তিনি নিজে থাকবেন বা অন্য কিছু করবেন। এক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। অর্ধেক বাড়ি বিক্রি আছে বলে বিজ্ঞাপনটি সে কারণেই খবরে পরিণত হয়েছে।

কিছুদিন আগের কথা। বাড়ি লাগোয়া একটি বিশাল পাইন গাছ আচমকা উপড়ে যায়। একেবারে মূল থেকে উপরে গাছটি বাড়ির প্রায় অর্ধেকের ওপর উল্টে পড়ে। সেই অর্ধেক বাড়ি তছনছ হয়ে যায়। বাকি অংশ অবশ্য ঠিক আছে।

বাংলো ধরনের বাড়িটি বেশ পুরনো। তাই গাছ সরিয়ে ধ্বংস হওয়া অংশ মেরামতির রাস্তায় না হেঁটে বাড়ির মালিক চান সেটি বিক্রি করে দিতে।

যেহেতু বাড়ির অর্ধেকটাই অক্ষত তাই তিনি একটি বিজ্ঞাপন দেন যেখানে লেখেন অর্ধেক বাড়ি অর্ধেক মিলিয়নে। এই ট্যাগ লাইনটিই বিজ্ঞাপনকে রাতারাতি প্রচারের আলোয় এনে দিয়েছে।

লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্বে মনরোভিয়াতে এই বাড়িটি বিক্রি আছে ৫ লক্ষ ডলারে। ভারতীয় মুদ্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকার মত। তবে বাড়িটির জমি, তার অবস্থান অনুযায়ী সেটি সেখানে জলের দরেই বিক্রি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে বাড়িটির অর্ধেক গাছের তলায় তছনছ হলেও সেই বাড়ি যিনি কিনবেন তাঁকে পুরোটাই ভেঙে ফেলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তারপর সেখানে নতুন করে বাড়ি তৈরি করতে হবে ক্রেতাকে। বাড়ি বিক্রির এই বিজ্ঞাপনটি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts