World

২ বার পরা পোশাক বিক্রি হল সাড়ে ৯ কোটি টাকায়

যুবরানি ডায়ানা নামটা চিরকালই মানুষকে নানাভাবে বিস্মিত করেছে। আজও করে চলেছে। এবার তাঁর একটি পোশাকের দাম বিস্মিত করল বিশ্ববাসীকে।

Published by
News Desk

একটি নীল আর কালো রংয়ের পোশাক। উর্ধ্বাঙ্গের জন্য একটি পার্ট। নিম্নাঙ্গের জন্য একটি। অনেকটা মেয়েদের টপ ও স্কার্ট ধরনের। এই পোশাকটি যুবরানি ডায়ানা তৈরি করিয়েছিলেন। ১৯৮০-র দশকে এই পোশাকটি তিনি তৈরি করান। তৈরি করেছিলেন মরোক্কান ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক অ্যাজাগুরি।

পোশাকটির উপরের অংশটিতে কালো ভেলভেটের কাপড়ের ওপর নীল তারার মত সেলাই করে বসানো। ইতালির ফ্লোরেন্সে ১৯৮৫ সালের এপ্রিলে একবার এবং ১৯৮৬ সালের মে মাসে কানাডার ভ্যাঙ্কুভারে আর একবার পোশাকটি গায়ে চড়িয়েছিলেন যুবরানি ডায়ানা। এই ২ বারই তিনি পোশাকটি পরেন। সেই পোশাকটি উঠেছিল নিলামে।

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এর জুলিয়েনস অকশনস-এ এই পোশাকটি নিলাম করা হয়। নিলামে এর দাম ওঠে ১১ লক্ষ ৪৩ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯ কোটি টাকার কিছু বেশি।

এমন এক অবিশ্বাস্য দামে যে এই পোশাকটি বিক্রি হতে পারে তা নিলামের আগেও কেউ কল্পনা করতে পারেননি। এই পোশাক বিক্রি সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এর সঙ্গে যুবরানি ডায়ানার আরও একটি পোশাক নিলামে উঠেছিল এদিন। ১৯৮১ সালে তাঁর পরা একটি গোলাপি শিফন ব্লাউজও নিলামে ওঠে। যা বিক্রি হয় ৩ লক্ষ ৮১ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় ৩ কোটি ১৬ লক্ষ টাকার কিছু বেশি।

তবে এই বিক্রি নজর কাড়তে পারেনি। অন্য পোশাকটির অবিশ্বাস্য দামে বিক্রি সকলের একমাত্র চর্চার বিষয় হয়ে ওঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts