World

পাত্র খুঁজে দিলেই মিলবে ৪ লক্ষ টাকা, ঘোষণা ৩৫ বছরের পাত্রীর

তিনি পাত্র খুঁজে পাচ্ছেন না। কেউ তাঁকে পাত্র খুঁজে দিতে পারেন। পাত্র খুঁজে দিলে তিনি মোটা টাকাও দেবেন পুরস্কার হিসাবে। সে টাকার অঙ্ক চোখ কপালে তুলতে পারে।

Published by
News Desk

এখন পাত্র বা পাত্রী খুঁজে দেওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন, সাইট এবং অ্যাপ রয়েছে। কিন্তু অ্যাপের সাহায্যে পাত্র খোঁজার চেষ্টা করেও তিনি বিফলই হয়েছেন। কিন্তু তাঁর অর্থের অভাব নেই।

৩৫ বছরের বিবাহযোগ্যা এই মহিলা বাণিজ্যিক সংস্থার আইনি সমস্যা মেটানোর কাজ করেন। তিনি গত ৫ বছর ধরে তাঁর বর খুঁজে বেড়াচ্ছেন। একাধিক পুরুষের সঙ্গে ডেটিং-এও গেছেন। কিন্তু তাঁদের পছন্দ হয়নি তাঁর।

তাই এবার তিনি বিশ্ববাসীর কাছে খোলাখুলি একটি অফার দিলেন। যিনিই তাঁর মনের মত পাত্র খুঁজে দিতে পারবেন তিনি তাঁকে মোটা টাকা পুরস্কার দেবেন।

পাত্র খুঁজে দেওয়ার পর সেই পাত্রকে বিয়ে করতে তিনি যদি রাজি হন তাহলে যিনি তাঁকে পাত্র খুঁজে দিলেন তাঁকে ৫ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন ইভ নামে ওই মহিলা।

পাত্র খোঁজা ইভ, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @ebtilley

ইভের এই পাত্র খুঁজে পাওয়ার মরিয়া ইচ্ছা রীতিমত ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই অফারও আসতে শুরু করেছে। মাঝে করোনার সমস্যা ইভের এই পাত্র পাওয়ার চেষ্টায় বাধা সৃষ্টি করে। কিন্তু এখন যখন করোনাকে হারিয়ে ফের বিশ্ব তার নিজের ছন্দে ফিরেছে, তখন ইভ তাঁর পাত্র খোঁজার চেষ্টায় গতি আনতে চাইছেন।

এখন দেখার যে এই ৪ লক্ষ টাকা কার ভাগ্যে শিকেয় ছেঁড়ে। সেক্ষেত্রে তিনি একাধারে ইভের জন্য সুপাত্রও খুঁজে দেবেন আবার মোটা টাকা পকেটেও পুরবেন।

Share
Published by
News Desk

Recent Posts