World

মাঝ আকাশে সহযাত্রীদের কামড়ে দিলেন অন্য যাত্রী

Published by
News Desk

বিস্ফোরণের গুজবে নয়। এক বিমানযাত্রীর কামড়ের ভয়ে মাঝ আকাশ থেকে বিমানের মুখ ঘোরাতে বাধ্য হলেন পাইলট। গত ১০ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস থেকে জেট ব্লু সংস্থার একটি বিমান নির্বিঘ্নে আকাশে ডানা মেলে। গন্তব্য ছিল নিউ ইয়র্ক। মাঝ আকাশে এক যাত্রী আচমকা অজানা কারণে ক্ষেপে উঠে অন্যান্য সহযাত্রীদের কামড়ে দিতে থাকেন। এমনকি তিনি পরিচিত কয়েকজন সহযাত্রীকে মারধর করেন বলেও অভিযোগ।

বিমানে উপস্থিত চিকিৎসক ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তিনিও ওই ব্যক্তির দ্বারা আক্রান্ত হন। একসময় সুযোগ বুঝে বিমানের এক যাত্রীই উন্মত্ত ওই ব্যক্তিকে থামাতে পিছন থেকে জাপটে ধরেন। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালালেও এরপর আর নিজেকে ছাড়াতে পারেননি তিনি। ফলে আর কাউকে কামড়াতেও পারেননি।

এদিকে পরিস্থিতি গুরুতর বুঝে সঙ্গে সঙ্গে বিমানচালক পুনরায় লস অ্যাঞ্জেলসের দিকে বিমানের মুখ ঘুরিয়ে নেন। লস অ্যাঞ্জেলসের মাটিতে অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ। ওই ব্যক্তিকে জেরা করে তার অস্বাভাবিক আচরণের কারণ জানার চেষ্টা শুরু করে পুলিশ।

Share
Published by
News Desk