World

ভাঙা পড়তে গিয়েও বেঁচে গেল বিখ্যাত নায়িকা মেরিলিন মনরোর বসতবাড়ি

প্রায় ভাঙা পড়েছিল। কিন্তু অল্পের জন্য রক্ষা পেল মেরিলিন মনরোর বসতবাড়ি। হলিউডের এই কিংবদন্তি সুন্দরী নায়িকার বাড়ি এর আগেও ভাঙার চেষ্টা হয়েছিল।

হলিউডে তাঁর অভিনয় চিরকাল মুগ্ধ করেছে মানুষকে। তিনি মেরিলিন মনরো। হলিউডের এই সুন্দরী নায়িকা কিংবদন্তিও বটে। তিনি তাঁর জীবনের শেষদিনগুলো তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়িতে কাটিয়েছিলেন।

সেই বাড়িটি ২০২৩ সালে বিক্রি হয়। ৮.৪ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি ১৪ লক্ষ টাকার কিছু বেশি দামে। ওই টাকায় সেটি বিক্রি হয়। কেনেন এক দম্পতি।

তাঁদের আবার মনরোর বাড়ির গায়েই একটি নিজস্ব সম্পত্তি আগে থেকেই ছিল। তাঁরা মনরোর বাড়িটি ভেঙে ওই বাড়িটির সঙ্গে জুড়ে একটি নতুন বাড়ি তৈরি করতে চান। বিষয়টির বিরোধিতা করে শহর প্রশাসন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আদালতে ২ বছর ধরে মনরোর বাড়ি ভাঙার প্রস্তাবের শুনানি চলে। এই মামলা শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র আদালতের বিচারপতি তাঁর রায়ে স্পষ্ট করে দিয়েছেন মেরিলিন মনরোর ওই বাড়ি ভাঙা যাবেনা।

ফলে ওই বাড়ির বর্তমান মালিক রয় ব্যাংক এবং ব্রিনা মিলস্টেন-এর আবেদন নাকচ হয়ে গেল। রায় নগর প্রশাসনের পক্ষেই গেল। রক্ষা পেয়েছে মেরিলিন মনরোর বাড়িটি।

প্রসঙ্গত একটা সময়ে বিশ্বজুড়ে পুরুষদের বুকে ঝড় তোলা এই সুন্দরী নায়িকার লস অ্যাঞ্জেলসের ব্রেন্টউড-এর বাড়িটিকে লস অ্যাঞ্জেলস সিটি কাউন্সিল ঐতিহাসিক সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন-এর তকমা দিয়েছিল। এবার সেটি ভাঙা বন্ধ হওয়ার পর কার্যত রক্ষা পেল মেরিলিনের শেষ দিনগুলোর বাড়িটি। যা কার্যত একটি বাড়ি নয়। একটি ইতিহাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *