World

লন্ডনে ফের সন্ত্রাসবাদী হানা, পাতাল রেলে বিস্ফোরণ

Published by
News Desk

লন্ডনে ফের নাশকতার ঘটনা ঘটাল সন্ত্রাসবাদীরা। ফলে চলতি বছরে ৪ বার আক্রান্ত হল এই শহর। শুক্রবার লন্ডনের ভিড়ে ঠাসা পাতাল রেলে পারসন্স গ্রিন স্টেশনে একটি বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, একটি সাদা বালতির মত পাত্রে সুপার মার্কেটের একটি প্যাকেট ছিল। তার মধ্যেই ছিল বিস্ফোরক। সেটাই ফাটে। আগুনের গোলা বেরিয়ে আসে। আগুনে ঝলসে যান বেশ কয়েকজন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পরই কামরা থেকে বার হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে জানালা দিয়ে বাইরে লাফ দেন। সবমিলিয়ে ২০ জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পরই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে সহ সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটা সন্ত্রাসবাদী হানা। আর কোনও সন্দেহজনক বস্তু লুকনো আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এদিকে পাতাল রেলে বিস্ফোরণের খবর লন্ডনবাসীর মনে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে।

Share
Published by
News Desk