World

বিমানবন্দরে ভয়ংকর দুর্ঘটনা, মৃত ১

Published by
News Desk

লন্ডনের হিথরো বিমানবন্দর। দিবারাত্র ব্যস্ত বিমানবন্দরে বুধবার আতঙ্ক ছড়াল। স্থানীয় সময় ভোর ৬টা। ব্যস্ত বিমানবন্দরে আচমকাই দুটি বিমানবন্দরে ব্যবহৃত গাড়ি বড় ধরণের দুর্ঘটনার কবলে পড়ে। সে সময়ে ২ জন গ্রাউন্ড স্টাফ সেখানে উপস্থিত ছিলেন। ২ জনই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যজনের কাঁধের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন এক ঘটনার খবরে যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে বিমানবন্দরের তরফে জানানো হয় দুর্ঘটনার কোনও প্রভাব বিমান ওঠানামায় পড়েনি। বিমানবন্দর স্বাভাবিকভাবেই কাজ করেছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে হিথরো কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk