Let’s Go

এখানে নদীর ওপর যাতায়াতের সেতু বানিয়ে দেয় আশপাশের গাছেরা

নদী পার করতে সেতুর দরকার। সে সেতু মানুষ বানিয়ে নেয়। কিন্তু এখানে আশপাশের গাছেরাই বানিয়ে দেয় শক্তপোক্ত সেতু।

Published by
News Desk

নদীর ওপর সেতু সকলেই দেখেছেন। আবার ছোট জলভাগ পার করতে অনেক সময় স্থানীয়রাই বাঁশ, কাঠ, দড়ি ব্যবহার করে বানিয়ে নেন পারাপারের সেতু। কিন্তু নদীর ওপর এমনি এমনি সেতু তৈরি হয়ে যায় এমন কেউ দেখেছেন কি! নদী পারাপারের জন্য মানুষের তৈরি সেতুর সঙ্গে সে সেতুর দৃশ্যতই কোনও ফারাক থাকেনা।

ফারাক থাকে কেবল ব্যবহৃত দ্রব্যে। কারণ মানুষ যখন সেতু বানায় তখন তারা সিমেন্ট থেকে ইট, কাঠ, পাথর এবং আরও নানা জিনিস ব্যবহার করে।

আর প্রকৃতি যখন সেতু বানিয়ে দেয় তখন তা তৈরি হয় গাছের শিকড় দিয়ে। তবে সে গাছের শিকড় গাছ নিজেই একের ওপর এক চাপিয়ে নেয়।

মেঘের রাজ্য মেঘালয়ে এমন প্রাকৃতিক সেতু বিখ্যাত। মেঘালয়ের অন্যতম দ্রষ্টব্য হল এই সেতু। এ সেতু দিব্যি ৪০-৫০ জনের মত মানুষের ভার এক সময়ে বহন করতে পারে। অপরিসর, এবড়োখেবড়ো এই সেতু দিয়ে হেঁটে যাওয়াটা একটু সাবধানে করতে হয়।

মেঘালয়ের জঙ্গলে জয়ন্তিয়া ও খাসি আদিবাসী গোষ্ঠীর মানুষজন বহুকাল আগে থেকেই জঙ্গলের মধ্যে নদীর ওপর এমন সেতুর সঙ্গে অভ্যস্ত। তাঁরাই নদীর ২ ধারে রবার গাছ বেড়ে উঠতে সাহায্য করেন। তারপর রবার গাছের শিকড়কে বিশেষভাবে প্রতিস্থাপিত করেন। যাতে তা উল্টো পাড়ে পৌঁছে যায়।

এমনও সেতু মেঘালয়ে রয়েছে যা দোতলা। একটি সেতুর ওপর দিয়ে আরও একটি সেতু। সবই প্রকৃতির দান। এর ওপর দিয়ে যাওয়া এক অনন্য অনুভূতি দেয়। যদিও এখন মেঘালয়ের জঙ্গলে নদী পারাপারের জন্য মানুষের তৈরি লোহার সেতুও অনেক দেখতে পাওয়া যায়।

Share
Published by
News Desk