Business

দেশবাসীর জন্য সুখবর, কমল রান্নার গ্যাসের দাম

Published by
News Desk

ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৩৫ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। কমেছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামও। তবে তুলনামূলকভাবে অনেকটাই কম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে ১ টাকা ৭৪ পয়সা। নতুন দাম গত ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। রান্নার গ্যাসের পাশাপাশি কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। সিলিন্ডারে দাম কমেছে ৫৪ টাকা। বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম কমায় দাম কমানো সম্ভব হয়েছে বলেই খবর।

হুহু করে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। জিনিসপত্রের দাম বাড়ল বলে! এই অবস্থায় রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পেলেন সাধারণ মানুষ।

Share
Published by
News Desk

Recent Posts