Business

রান্নার গ্যাসের দাম কমল, সবচেয়ে বেশি দাম কমল কলকাতায়

রান্নার গ্যাসের দাম কমল। যা কিছুটা হলেও স্বস্তির কারণ হল দেশের একাংশের মানুষের। কলকাতায় দাম কমল সর্বাধিক। এতে কাদের সুবিধা হল।

রান্নার গ্যাসের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। মেট্রো শহরগুলিতে দাম হ্রাস করা হয়েছে। ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। দাম কমার অঙ্কটা খুব বেশি নয়। ফলে স্বস্তিও যে খুব বেশি হল তা নয়। তবে যেটুকু কমেছে তারমধ্যে সবচেয়ে বেশি কমেছে কলকাতায়।

কলকাতায় দাম কমেছে প্রতি সিলিন্ডারে সাড়ে ৬ টাকা করে। তবে সেই দাম কমার প্রভাবও সাধারণ সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সাধারণ পরিবারে যে রান্নার গ্যাস লাগে অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম এতটুকুও কমানো হয়নি। কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে।

কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে সাড়ে ৬ টাকা। ফলে নতুন দাম হয়েছে ১ হাজার ৬৯৪ টাকা। দিল্লিতে ৫ টাকা সিলিন্ডার প্রতি কমে নতুন দাম হয়েছে ১ হাজার ৫৯০ টাকা ৫০ পয়সা।

চেন্নাই ও মুম্বইতেও দাম কমেছে। চেন্নাইতে সাড়ে ৪ টাকা কমে নতুন দাম হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। মুম্বইতে ৫ টাকা কমে নতুন দাম হয়েছে ১ হাজার ৫৪২ টাকা।

দাম কমার অঙ্ক খুব বেশি না হলেও এতে সামান্য হলেও সুরাহা হল মাঝারি ব্যবসায়ীদের। যাঁরা হোটেল, রেস্তোরাঁ বা ক্যাটারিং ব্যবসা চালাচ্ছেন তাঁদের কিছুটা স্বস্তি দিল এই নতুন দাম। অন্যদিকে বাড়ি বাড়ি যে রান্নার গ্যাস ব্যবহার হয় তার দাম যা ছিল তাই রয়ে গেছে। ওই দামে কোনও পরিবর্তন করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *