Business

রান্নার গ্যাসের দাম কমল

রান্নার গ্যাসের দাম কমল। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই এই দাম কমার সিদ্ধান্ত সামনে আসে। তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত নেয়।

Published by
News Desk

রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম কমল। ফেব্রুয়ারির শুরুতেই কমে গেল দাম। এদিন কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগেই এই দাম কমার বিষয়টি সামনে আসে। তেল সংস্থাগুলি দাম কমা নিয়ে সিদ্ধান্ত নেয়। সিলিন্ডার প্রতি ৭ টাকা করে কমেছে দাম।

তবে এই দাম কমার ফলে সাধারণ মানুষ তেমন উপকৃত হলেন না। কারণ ১৯ কেজির সিলিন্ডারে এই দাম কমার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ১৯ কেজির গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক প্রয়োজনে দেওয়া হয়।

প্রতিটি বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যাবহার হয় সেই ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিতই আছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম কমার জেরে বাণিজ্যিক প্রয়োজনে গ্যাস ব্যবহারকারীদের কিছুটা সুরাহা হল। যদিও গত ডিসেম্বরেই এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২ টাকা করে বাড়িয়েছিল তেল সংস্থাগুলি।

দাম কমার সিদ্ধান্তের জেরে দিল্লি শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮০৯ টাকা থেকে কমে ১ হাজার ৭৯৭ টাকা হয়েছে। কলকাতায় ১ হাজার ৯১১ টাকা থেকে ৭ টাকা কমল দাম।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ওপর এই দাম পরিবর্তন করে থাকে তেল সংস্থাগুলি। এছাড়া অর্থনৈতিক বিভিন্ন দিকও এই দামের ওঠানামা স্থির করার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

বাড়িতে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়ে থাকে সেই সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই আছে। কলকাতায় ৮২৯ টাকা দামই আছে প্রতিটি বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts