Business

বাড়ির রান্নার গ্যাস নিয়ে খুশি হওয়ার মত তথ্য দিল সরকার

বাড়িতে রান্নার জন্য রান্নার গ্যাসের সঙ্গে শহরবাসী অবশ্যই পরিচিত। এমনকি মফস্বল, গ্রামেও এখন গ্যাস পৌঁছে গেছে। রান্নার গ্যাস নিয়ে এবার খুশি হওয়ার মত তথ্য দিল কেন্দ্র।

Published by
News Desk

বাড়িতে রান্নার জন্য রান্নার গ্যাস দেখেই এখন অভ্যস্ত সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের একটা বড় অংশই অবশ্য নানা শহরের বাসিন্দা। তবে তার মানে এই নয় যে মফস্বল বা গ্রামে রান্নার গ্যাসের ব্যবহার নেই। বরং তা ক্রমেই বেড়ে চলেছে।

এই বাড়িতে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে এক খুশি হওয়ার মত, গর্ব করার মত তথ্য দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০১৪ সালে ভারতে রান্নার গ্যাস ব্যবহার হত ১৪ কোটি ৫২ লক্ষ পরিবারে।

সেখানে তার ১০ বছর পর ১ নভেম্বর ২০২৪ পর্যন্ত তথ্য অনুযায়ী এখন ভারতের ৩২ কোটি ৮৩ লক্ষ পরিবারে রান্নার গ্যাস ব্যবহার হয়। তার মানে ১০ বছরে দেশে রান্নার গ্যাস ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। যা অবশ্যই একটি মন ভাল করা তথ্য।

এরমধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র একটা বড় ভূমিকা রয়েছে। ১০ কোটি ৩৩ লক্ষ দরিদ্র পরিবার ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস পাচ্ছে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়।

এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২২২ কোটি এলপিজি সিলিন্ডার এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলিতে সরবরাহ করা হয়েছে।

ফলে তারা এখন গ্যাসে রান্না করার সুবিধা ভোগ করছে। কেন্দ্র চাইছে ক্রমে রান্নার গ্যাসের ব্যবহার আরও বেশি পরিবারে পৌঁছে দিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts