Sports

মেসি জাতীয় দলে থাকুন, চান কার্লোস

Published by
News Desk

মেসির কাছে অবসর না নেওয়ার আর্জি জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ কার্লোস তেভেন। রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শোচনীয় পরাজয়ের পর জাতীয় দলে মেসি আর খেলবেন না বলে কানাঘুষো চলছিল। এর প্রেক্ষিতেই তেভেনের এই আর্জি।

তেভেনের বক্তব্য, মেসির উচিৎ নিজেকে নিয়ে আরও বেশি করে ভাবা। তাঁকে দেখতে হবে ফুটবল নিয়ে আগামী দিনের পরিকল্পনায় তিনি খুশি কিনা। তিনি মেসিকে অনুরোধ করেন মাথা ঠান্ডা করে বিশ্রাম নিতে। নিজেকে আগের মতো তরতাজা রাখতে। তেভেনের ধারণা, মেসি যাতে নিজেকে জাতীয় দলে মেলে ধরতে পারেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছেনা।

Share
Published by
News Desk
Tags: Lionel Messi

Recent Posts