Categories: Sports

মেসির সময়টা ভাল যাচ্ছে না!

Published by
News Desk

মেসির সময়টা সত্যিই ভাল যাচ্ছেনা। কর ফাঁকি কাণ্ডে ২১ মাসের জেল হেফাজতের নির্দেশ হল বিশ্ব ফুটবলের যুবরাজের। একই সাজা হয়েছে তাঁর বাবারও। অভিযোগ ৩১১ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন মেসি। মেসির যাবতীয় অ্যাকাউন্টস সামলান তাঁর বাবা। মেসি এসবের খোঁজও রাখেন না। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এভাবে জেল হাজতের নির্দেশে ফুটবল মহলে হতাশা পেয়ে বসেছে। যদিও মেসি বা তাঁর বাবাকে এখনই জেলে যেতে হচ্ছেনা। কারণ স্পেনের আইন অনুযায়ী এমন অপরাধ প্রথমবার ধরা পড়লে বকেয়া কর ২ বছরের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গিকার করলে জেল হাজত হয়না। অন্য শর্ত হল এই একই অপরাধ এরপর প্রমাণ হলে তখন আর জেল হেফাজতের হাত থেকে রেহাই পাওয়া যায়না। ফলে এ যাত্রায় রক্ষে মেসির। কিন্তু ঝাপটা যে একটা গেল তা বলার অপেক্ষা রাখে না। মেসির সময়টা সত্যিই এখন একদম ভাল যাচ্ছে না!

Share
Published by
News Desk
Tags: Lionel Messi

Recent Posts