Categories: Sports

এখনই বিদায় বোলো না!

Published by
News Desk

এখনও দেশকে তাঁর অনেক কিছু দেওয়ার আছে। এটা বিদায় নেওয়ার সময় নয়। তিনি মেসির পাশে আছেন। তিনি মেসিকে বোঝাবেন। এদিন ফেসবুকে এমনই জানালেন মেসির এক সময়ের গুরু স্বয়ং মারাদোনা। ফুটবলের যুবরাজকে নিয়ে ফুটবলের রাজপুত্রের বক্রোক্তি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সংবাদমাধ্যমের পাতা ভরেছে। এমনকি কোপা চলাকালীনও মেসি সম্বন্ধে খারাপ কথা বলতে ছাড়েননি মারাদোনা। কিন্তু দুঃসময়ে যে সেই মারাদোনাই মেসির পাশে এভাবে দাঁড়াবেন তা অনেকেই কল্পনা করেননি। কিন্তু হল সেটাই। উপযুক্ত শিক্ষক ও অভিভাবকের মতই এদিন মেসির পাশে দাঁড়িয়েছেন মারাদোনা। মারাদোনার উদ্যোগে মেসিকে ফের দেশের জার্সি গায়ে দেখতে পাওয়ার আশায় বুক বাঁধছে আর্জেন্টিনা।

Share
Published by
News Desk
Tags: Lionel Messi

Recent Posts