Lifestyle

ময়েশ্চারাইজার মাখার সঠিক সময় জানা অত্যন্ত জরুরি

ময়েশ্চারাইজার অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেকেই সঠিক সময়ে তা ব্যবহার করেননা। ফলে তার সুফলও সম্পূর্ণ ভোগ করেননা। তাই ময়েশ্চারাইজার লাগানোর সঠিক সময় জানা জরুরি।

Published by
News Desk

সারা বছরই ময়েশ্চারাইজার মাখা উচিত। তবে দৈনন্দিন জীবনে দেখা যায় শীতের সময় চামড়া শুকনো হয় বলে সে সময় অনেকেই ময়েশ্চারাইজার মেখে থাকেন। শুকনো, খসখসে চামড়া থেকে মুক্তি পেতে বছরের যে সময়ই ময়েশ্চারাইজার মাখা হোক না কেন তা মাখার একটা সময় আছে।

যে কোনও সময় ময়েশ্চারাইজার মেখে নিলেই হবে না। তাতে তার সুফল ভোগ করা যাবেনা। তাই কখন ময়েশ্চারাইজার মাখতে হবে তা ঠিক করে জানা জরুরি।

বিউটি এক্সপার্ট কিমি জৈন জানাচ্ছেন, ময়েশ্চারাইজার মাখা ভাল স্নানের পরই। শরীরে আর্দ্রতা থাকলে ময়েশ্চারাইজার দীর্ঘ সময় ধরে নিজের কাজ করতে পারে। তাই স্নানের পর ময়েশ্চারাইজার মাখা খুব ভাল।

পুরুষরা দাড়ি কামানোর পর একটু ময়েশ্চারাইজার মেখে নেওয়া ভাল। এছাড়া হাত ধোওয়ার পর ময়েশ্চারাইজার মাখলে হাত ভাল থাকে।

আজকাল অনেকেই বিমানে যাতায়াত করেন। বিমানে ওঠার আগে এবং বিমান থেকে অবতরণের পর ময়েশ্চারাইজার মাখলে চামড়া কম শুকনো হয়। এজন্য এখন ব্যাগে রাখার মত ছোট বোতলে ময়েশ্চারাইজার পাওয়া যায়।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মেখে শোওয়া জরুরি। কারণ ঘুমের সময় শরীরে থাকা জল বেশ কিছুটা শুকিয়ে যায়। ময়েশ্চারাইজার মাখা থাকলে জল শুকিয়ে যাওয়ার ফলে চামড়া শুকনো হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

রাত ১০টা থেকে ১১টার মধ্যে বা তার ঠিক আগে ময়েশ্চারাইজার মাখা চামড়ার পক্ষে দারুণ উপকারি। এই সময়টাই কেন? গবেষকেরা জানাচ্ছেন দেখা গেছে রাত ১০টা থেকে ১১টার মধ্যে শরীর তার চামড়া মেরামতির কাজ করে।

তাই এই সময়ের ঠিক আগে বা এই সময় ময়েশ্চারাইজার মাখলে চামড়ার উজ্জ্বলতা বাড়ে। শরীর চর্চার আগে ময়েশ্চারাইজার মাখলে তাতে চামড়া খুব ভাল থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle