মেয়ের বিয়েতে ২৫ লক্ষ টাকার রূপোর নিমন্ত্রণ পত্র, ইতিহাস লিখলেন মেয়ের বাবা
মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার শখ অনেক বাবামার মনেই থাকে। এক পিতা তো তাঁর মেয়ের বিয়েতে এমন নিমন্ত্রণ পত্র বানালেন যা ইতিহাস হয়ে গেল।
১ বছর ধরে তিনি ভেবেছেন এই নিমন্ত্রণ পত্র নিয়ে। যা এমন হবে যে সকলের নজর কেড়ে নেবে। এমন হবে যা এর আগে কখনও হয়নি। হয়নি তো বটেই।
হয়তো একসময় রাজরাজড়াদের বিয়েতে এমন নিমন্ত্রণ পত্র তৈরি হলেও হয়ে থাকতে পারে। তবে আধুনিক জীবনে এমন নিমন্ত্রণ পত্রের কথা কেউই ভাবেন না।
কিন্তু মেয়ের বিয়ে নিয়ে এক ব্যক্তির শখ এবার ইতিহাস লিখে ফেলল। নিমন্ত্রণ পত্রটি তৈরি হয়েছে ৩ কেজি রূপো দিয়ে। কোনও কাগজের কার্ড নয়, এই নিমন্ত্রণ পত্র একটি বাক্সের মতন দেখতে।
৮ ইঞ্চি বাই সাড়ে ৬ ইঞ্চির এই বাক্সের মত দেখতে নিমন্ত্রণ পত্রটি ৩ ইঞ্চি উচ্চতার। কার্ডের মধ্যে ৬৫ জন দেবদেবীর মূর্তি রয়েছে। রয়েছে ভগবান গণেশের মূর্তি। রয়েছে ভগবান তিরুপতি বালাজির মূর্তি। রয়েছে অষ্ট লক্ষ্মীর মূর্তি। রয়েছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি।
সবই রূপো দিয়ে তৈরি। পুরো নিমন্ত্রণের এই বাক্সটি জুড়ে ঠাসা রুপোর কাজ। সব মিলিয়ে এই নিমন্ত্রণ পত্রের বাক্স তৈরি করতে খরচ পড়েছে ২৫ লক্ষ টাকা। যা মেয়ের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ পাঠানোর জন্য তৈরি করেছেন জয়পুরের বাসিন্দা শিব জোহরি।
পুরো বাক্সটাই হাতে তৈরি। যেটি তৈরি করতে কোনও স্ক্রু বা পেরেক ব্যবহার করা হয়নি। হাতে তৈরি অতি নিপুণ শিল্পকর্মের মধ্যে দিয়ে প্রতিটি দেবদেবীর মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। অতি নিখুঁত এই কাজ। বিয়ের নিমন্ত্রণ পত্র হিসাবে এই বাক্সটি ইতিমধ্যেই তাবড় সংবাদমাধ্যমের নজর কেড়ে নিয়েছে।













