ইংরাজি নববর্ষে টেবিলের তলায় বসে ১২টি আঙুর খাওয়া, ভারতের নতুন ট্রেন্ড
ইংরাজি নববর্ষ পালনের নানাধরনের পারম্পরিক নিয়ম রয়েছে বিভিন্ন দেশে। ভারতে এবার এমনই একটি বিদেশি পরম্পরা আশ্চর্য চাহিদা তৈরি করল।
বিক্রেতারা অনেকেই বোধহয় বুঝে উঠতে পারেননি তাঁদের জন্য এমন অসামান্য বিক্রি অপেক্ষা করে আছে। জানা থাকলে তাঁরা আগে থেকেই হয়তো যথেষ্ট মজুতের ব্যবস্থা করে রাখতেন। মজুত করার জিনিসটি একটি ফল।
আঙুর নানাপ্রকার হয়। তারমধ্যে যে সবুজ আঙুর সহজলভ্য সেটাই এখন ভারতে ইংরাজি নববর্ষ পালনের নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। ফলে নানা বাজার থেকেই উধাও হয়েছে আঙুর। অনেক ক্রেতা আঙুর কিনতে এসেও তা পাননি। পুরো বাজার খুঁজে ফেলে পাননি। অনলাইনে অর্ডার করার চেষ্টা করেও ফল হয়নি। কারণ সবুজ আঙুর অনেক জায়গায় কার্যত শূন্য হয়ে যায়।
এমনও নয় যে সকলে কিলো কিলো আঙুর কিনছেন। সকলের চাহিদা খুবই অল্প। ১২টি আঙুর পেলেই যথেষ্ট। তাঁরা ১২টি করে সবুজ আঙুর কিনেছেন। তারপর টেবিলের তলায় বসে তা খেয়ে ফেলেছেন।
নিয়ম হল নতুন বছর পড়ার পরই অর্থাৎ রাত ১২টার পরই এই ১২টি আঙুর খেতে হবে। যে ১২টি আঙুর ১২ মাসের ১২টি কামনার বার্তাবহ। এই আঙুর খাওয়ার প্রবণতা ১ বছর আগেও সেভাবে নজর কাড়েনি, এবার তা যেভাবে দেশের বিভিন্ন জায়গায় নজর কেড়ে নিয়েছে।
স্পেনের কৃষকদের দারুণ ফসল হওয়াকে কেন্দ্র করে ১৯০৯ সালে সে দেশে শুরু হয়েছিল এই টেবিলের তলায় বসে ১২টি আঙুর খাওয়ার রীতি। সেটাই তারপর একটা পরম্পরার চেহারা নিয়েছে। স্পেনে তা একটি পরম্পরার চেহারা নিলেও সেটা ছিল স্পেনের মধ্যেই সীমাবদ্ধ। স্পেনীয়দের নিজস্ব রীতি, সংস্কৃতির অংশ। ১২টি মাসকে সামনে রেখেই এই ১২টি আঙুর ভক্ষণ।
স্পেনের সেই পরম্পরাকে আপন করে নিয়েছেন ভারতের একাংশের মানুষ। তাঁরা এ বছর অনেকেই ছুটেছেন বাজারে ১২টি আঙুরের খোঁজে। ফলে হুহু করে বিকিয়েছে আঙুর। বিক্রেতারা তাঁদের মজুতে থাকা সব আঙুর দিয়েও চাহিদা সামাল দিতে পারেননি। অনেকে বাজার থেকে মাত্র ১২টি আঙুর কিনতে এসে বাজার চষে ফেলেও বিফল হয়ে ফিরে গেছেন।













