Lifestyle

চলতি বছরে বিশ্ব সেরা ১০ হোটেলে জায়গা পেল ভারতের ২টি হোটেল

২০২৫ সালে বিশ্বের সেরা ১০টি হোটেলের তালিকা প্রকাশিত হয়েছে। যার মধ্যে জায়গা পেয়েছে ভারতের ২টি হোটেল। অবশ্যই এটা ভারতের জন্য গর্বের।

হোটেল ব্যবসায় বিশ্বের সেরা দেশগুলি অগ্রণী। এসব দেশে পর্যটক থেকে ব্যবসায়িক কাজে মানুষের যাতায়াত লেগে থাকে। তাতে সেখানে হোটেল ব্যবসার রমরমাই স্বাভাবিক।

বহু চোখ ধাঁধানো হোটেল ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশে। তাদের পিছনে ফেলে বিশ্বের সেরা ১০টি হোটেলের তালিকায় নিজেদের জায়গা করে নেওয়া অবশ্যই ভারতের জন্য বড় প্রাপ্তি।

ইন্টারন্যাশনাল ট্রাভেল গাইড হিসাবে অন্যতম সেরা ট্রিপঅ্যাডভাইজর। তারাই একটি তালিকা প্রকাশ করেছে। যাতে তারা ২০২৫ সালে বিশ্বের সেরা ১০টি হোটেলের নাম দিয়েছে।

সেই তালিকায় জায়গা পেয়েছে ভারতের ২টি হোটেল। তাদের তালিকায় থাকা লক্ষ লক্ষ হোটেলের রিভিউ ডেটা-র ভিত্তিতে এই প্রথম ১০ হোটেলের নামের তালিকা প্রকাশ করেছে সংস্থা।

এই তালিকায় ভারতের যে ২টি হোটেল জায়গা করে নিতে পেরেছে তার ২টিই একটিমাত্র রাজ্যে অবস্থিত। অনেকের মনে হতেই পারে যে সেটা কি মহারাষ্ট্র, নাকি দিল্লি, নাকি গুজরাট, নাকি পশ্চিমবঙ্গ! এর কোনওটিই নয়। বরং ২টি হোটেলই অবস্থিত কেরালার ২টি জায়গায়।

একটি ‘গোকুলাম গ্র্যান্ড টার্টল অন দ্যা বিচ’। হোটেলটি সমুদ্রের ধারে অতি মনোরম পরিবেশে অবস্থিত। এখানেই রয়েছে হাওয়া বিচ। এটি ছাড়া দ্বিতীয় যে হোটেল বিশ্বের সেরা ১০-এ জায়গা পেয়েছে সেটি হল ‘চান্ডিজ উইন্ডি উডস হোটেল’।

এটি মুন্নারে অবস্থিত। এই হোটেলের চারধারে রয়েছে একটি সাজানো জঙ্গল। মুন্নার বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই হোটেলটি নিজেই যেন একটি দর্শনীয় জায়গা। এছাড়া সেরা ১০-এ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, তুরস্ক, ভিয়েতনাম, ক্যারিবিয়ান এবং মালদ্বীপের হোটেল জায়গা পেয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *