Lifestyle

পরনে শাড়ি, মাথায় জুঁইমালা, এ আবার কোন মোনালিসা

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দুনিয়া কাঁপানো চিত্র মোনালিসা চেনেন না এমন মানুষ খুঁজে মেলা ভার। তাই এই অচেনা মোনালিসাকে নিয়ে প্রশ্নের শেষ নেই।

মোনালিসা নামটা এমন যা বিশ্বের অধিকাংশ মানুষ জানেন। চেনেন মোনালিসাকে। একটা ক্যানভাসে শিল্পীর ভাবনায় ফুটে ওঠা একটি চিত্র। যা পৃথিবীর আরও অনেক চিত্রের চেয়ে আলাদা। যে কোনও চিত্রকরের আঁকা বিখ্যাত সব চিত্রের মধ্যে মোনালিসা একদম আলাদা তার পরিচিতির কারণে।

মোনালিসা যেন সকলের চেনা। তাই মোনালিসা বদলে গেলে সকলেরই চোখে লাগে। যেটা এখন হচ্ছে। ভারতের মাটিতে এখন এক নতুন অবতারে সামনে এসেছে মোনালিসা। যার পরনে শাড়ি। দক্ষিণ ভারতীয় শাড়ি। মাথায় ফুলের মালা। যেমন করে মালয়ালি মহিলারা খোঁপা সাজিয়ে থাকেন।

সামনেই ওনাম উৎসব। ২৬ অগাস্ট থেকে শুরু হয়ে কেরালার অন্যতম উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওনামের সময় কেরালায় বহু পর্যটকের ভিড় জমে। কেরালা ভ্রমণের সঙ্গে সঙ্গে ওনাম উৎসব পালন দেখার সুযোগটা বাড়তি পাওনা।


যা নিয়ে আন্তর্জাতিক পর্যটকদেরও উৎসাহের শেষ থাকেনা। সেকথা মাথায় রেখে কেরালার পর্যটন দফতর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই জগৎবিখ্যাত মোনালিসার নব রূপ তৈরি করেছে।

যেখানে মোনালিসার পরনে রয়েছে কাসাভু শাড়ি আর মাথায় জুঁইফুলের মালা। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে মোনালিসাকে মিলিয়ে দেওয়া হয়েছে কেরালার নারীর সঙ্গে।

দেশ ও বিদেশের মেলবন্ধন তৈরির চেষ্টা করার মূল উদ্দেশ্য হল বিদেশি পর্যটকদের আকর্ষিত করা। যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *