Lifestyle

দোকানে অন্তর্বাস খুলে পাউরুটির মধ্যে রেখে হাঁটা দিলেন মহিলা, কেন করলেন একাজ

একটি সুপারমার্কেট। সেখানে একজন মহিলা হাসি মুখে নিজের অন্তর্বাসটি খুলে রেখে দিলেন পাউরুটির মধ্যে। তিনি এমন কাজের কারণও জানিয়েছেন।

Published by
News Desk

এ ঘটনা বিরলতম। একটি সুসজ্জিত সুপারমার্কেট। নানা প্রান্তে নানা জিনিস রাখা। ক্রেতারা যাঁর যেটা প্রয়োজন তা ট্রলিতে তুলে নিচ্ছেন। যেমনটা হয়। সব নেওয়া হয়ে গেলে কাউন্টারে গিয়ে বিল করিয়ে দাম মিটিয়ে জিনিসপত্র নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়া।

সেখানে এক মহিলাকে দেখা গেল এমনই একটি ট্রলি নিয়ে ঘুরতে। তিনি কি করছেন তা খুব কাছ থেকে একটি ক্যামেরায় তোলা হচ্ছিল। তিনি গিয়ে দাঁড়ালেন পাউরুটির সম্ভারের সামনে। সেখানে নানারকম পাউরুটি রাখা। ক্রেতারা যেটা পছন্দ নিতে পারবেন।

সেখানে আচমকাই ওই মহিলা ক্যামেরার দিকে চেয়ে হেসে ক্যামেরার সামনেই নিজের অন্তর্বাসটি খুলে ফেলেন। নিম্নাঙ্গে থাকা গোলাপি অন্তর্বাসটি এরপর হাতে নিয়ে একটু গুটিয়ে সেটি রেখে দেন পাউরুটি যেখানে রাখা রয়েছে সেখানে।

পাউরুটির মধ্যে নিজের অন্তর্বাস রেখে বেশ খুশি মনেই তিনি ট্রলি নিয়ে হাঁটা লাগান। প্রসঙ্গত যে পাউরুটিগুলির মধ্যে তিনি নিজের অন্তর্বাসটি রেখে যান সেই পাউরুটি ক্রেতাদের কেনার জন্যই রাখা রয়েছে সেখানে।

এই ছবি ছড়িয়ে পড়তে ছিছিক্কার পড়ে যায়। এ কেমন কাণ্ড! ব্রিটিশ ওই ইনফ্লুয়েন্সার মহিলা অবশ্য দাবি করেছেন তিনি একটি চ্যালেঞ্জে সফল হতেই এই কাজ করেছেন। ঘটনাটি স্পেনে ঘটেছে বলে জানা গেছে।

সেখানকার বিখ্যাত একটি সুপারমার্কেটে ঘটে এই ঘটনা। এটা দেখার পর ইন্টারনেট জুড়েই বিরূপ প্রতিক্রিয়া এসেছে। অনেকে তো ওই সুপারমার্কেট থেকেই জিনিস কিনবেন না বলে জানিয়ে দিয়েছেন। ওই মহিলাকে এই ধরনের কোনও সুপারমার্কেট বা দোকানে ঢুকতে না দেওয়ার দাবিও উঠেছে।

Share
Published by
News Desk