Lifestyle

পোষা সারমেয়টি মোটা হয়ে যাচ্ছে, ফল কিন্তু ভয়ংকর

পোষা সারমেয়টির জীবনকাল কমে যেতে পারে। কমে যেতে পারে আড়াই বছর পর্যন্ত। যা একটা কুকুরে জন্য অনেকটা। পোষা কুকুরের মোটা হয়ে যাওয়া এর প্রধান কারণ।

Published by
News Desk

অনেকেই বাড়িতে কুকুর পোষেন। ভালবাসার পোষা কুকুরের জন্য তার প্রয়োজনীয় খাবার, ওষুধ সবই ঠিকঠাক সময়মত দেন। কিন্তু তারপরও আপনার পোষা সারমেয়টির জীবনকাল কমে যেতে পারে। কমে যেতে পারে আড়াই বছর পর্যন্ত। যা একটা কুকুরে জন্য অনেকটা।

একটি গবেষণা বলছে, পোষা কুকুরের মোটা হয়ে যাওয়া এর প্রধান কারণ। শুধু কী মোটা হওয়া মানুষের জন্যই খারাপ? না, গবেষণা বলছে মোটা হওয়া কুকুরের জন্যও ভয়ংকর। মোটা হওয়ার সমস্যা কুকুরদের আয়ু হ্রাস করে।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন অনেক সময়েই পোষা কুকুরের মালিক বুঝতে পারেননা তাঁর কুকুর ওভার ওয়েট। আর সেটাই তাদের জন্য ভয়ংকর হয়ে যায়।

১২টি ভিন্ন জাতের ৫০ হাজার কুকুরকে পরীক্ষা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকেরা। ফলে নিজের পোষ্যটিকে নিয়ে সাবধান! যেন মোটা না হয়ে যায়! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lifestyle