Lifestyle

প্যান্টে প্রস্রাবের দাগ, প্রচুর দামে বিক্রি হচ্ছে এই জিনস

প্যান্টে ভুল করে জল পড়ে গেলেও মানুষ খুব বিব্রত হন। উল্টোদিকের মানুষ এটা প্রস্রাব ভেবে ভুল করবেননা তো? কিন্তু এবার সেই প্রস্রাবের দাগ থাকা জিনস বিক্রি হচ্ছে প্রচুর দামে।

Published by
News Desk

অনেক সময় ছোটরা প্যান্টে প্রস্রাব করে ফেলে। সেটা নিয়ে কেউ ভাবেন না। তবে বড়রা প্যান্টে প্রস্রাব করে ফেললে তার জন্য সবচেয়ে বেশি বিব্রত হন তাঁরা নিজেরাই। উল্টোদিকের মানুষটি তাঁকে দেখে কি ভাবছেন, তা ভেবেই লজ্জায় লাল হয়ে যান তিনি।

এমনকি জল পড়ে এমন কিছু হলেও উল্টোদিকে থাকা মানুষটির যাতে কোনও সন্দেহ না হয় সেজন্য পরনের জামা বা টিশার্ট দিয়ে ভেজা জায়গাটা ঢাকার চেষ্টা চালান তাঁরা।

কিন্তু এটা কি শুনেছেন যে প্যান্টে প্রস্রাব করেছেন, তাই প্যান্ট ভিজে আছে, এটা দেখানোর জন্য মোটা টাকা খরচ করে প্যান্ট কিনছেন মানুষ! অবাক লাগলেও এটাও এখন একটা ফ্যাশন। প্যান্টে প্রস্রাবের দাগ থাকা জিনস এখন বিক্রি হচ্ছে প্রচুর টাকায়।

জর্ডনলুকা নামে একটি ফ্যাশন সংস্থা ফ্যাশন হিসাবে সামনে এনেছে স্টেইন স্টোনওয়াশ জিনস নামে এই ডেনিম জিনসকে। যে জিনসটির দিকে নজর গেলে তার ফিটিংস বা কাপড় নয়, বরং নজর কেড়ে নিচ্ছে জিনসের সামনের অংশ জুড়ে ভেজা দাগ।

যা দেখে যে কারও প্রথমেই মনে হবে যিনি পরে আছেন তিনি প্যান্টে প্রস্রাব করে ফেলেছেন। সেটাই এবার ফ্যাশন দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।

এই ভাবনাটাই এই প্যান্টকে জনপ্রিয় করে তুলেছে। সকলের চর্চার হাত ধরে বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই জিনসের খবর। যেখানে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এই প্রস্রাবের দাগ নিয়ে।

Share
Published by
News Desk
Tags: Lifestyle