World

হাইজ্যাক লিবিয়ার বিমান, নামানো হয়েছে মাল্টায়, বিমান ওড়ানোর হুমকি

Published by
News Desk

লিবিয়ার একটি ‌যাত্রীবাহী বিমানকে হাইজ্যাক করে মাল্টার একটি দ্বীপে অবতরণ করাল অপহরণকারীরা। অপহরণকারীরা সংখ্যায় ২ জন। তাদের হাতে হ্যান্ড গ্রেনেড রয়েছে। তারা বিমানে বিস্ফোরণ ঘটানোরও হুমকি দিয়েছে। এই খবর স্বীকার করেছেন মাল্টার প্রধানমন্ত্রী।

মাল্টার সুরক্ষা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এটা তাদের বিমানবন্দরে অনৈতিক অবতরণ বলে মনে করছেন তাঁরা। অপহরণকারীদের সঙ্গে সমঝোতায় এসে যাত্রীদের সুরক্ষিত রাখার বন্দোবস্ত করা হচ্ছে।

শুক্রবার লিবিয়ার সাহাবা থেকে ত্রিপোলির উদ্দেশে ১১৮ জন যাত্রী নিয়ে রওনা দেয় লিবিয়ার সরকারি বিমান সংস্থা আফ্রিকিয়ার বিমান। কিন্তু মাঝ আকাশেই বিমান হাইজ্যাক করে মাল্টার একটি দ্বীপে অবতরণ করানো হয়। স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে হাইজ্যাক করা বিমানের ইঞ্জিন এখনও চালু রেখেছে অপহরণকারীরা।

১০০ জন যাত্রীকে ইতিমধ্যেই অপহরণকারীরা দু’দফায় মুক্তি দিয়েছে বলে দাবি করেছে মাল্টা সরকার। এখনও ১৮ জন যাত্রী বিমানে পণবন্দি। যদিও এখনও কারও কাছে পরিস্কার নয় অপহরণকারীদের দাবিটা কী? তবে যে কোনও ভাবে সব যাত্রীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা এখন মাল্টার সরকারের প্রধান লক্ষ বলে জানানো হয়েছে।

Share
Published by
News Desk
Tags: LibyaMalta

Recent Posts