Entertainment

২৫-এর নিচে মেয়ে ছাড়া প্রেম করেননা, ঠাট্টা থামাতে অন্য পথে আইবুড়ো লিওনার্দো

কেবল ২৫ বছরের কমবয়সী মেয়েদের সঙ্গেই মেশেন। তাঁদের সঙ্গে প্রেম করেন। তাঁকে নিয়ে এজন্য ঠাট্টাও কম হয়না। এবার সেই দুর্নাম ঘোচাতে চাইছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

Published by
News Desk

টাইটানিক সিনেমার জ্যাককে আজও কেউ ভুলতে পারেননি। যদিও সেই চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও একের পর এক হিট সিনেমা দিয়েছেন হলিউডকে। আজও তাঁর আকর্ষণ দর্শকদের মোহিত করে।

সেই লিও ব্যক্তিগত জীবনে রঙিন মানুষ হিসাবেই পরিচিত। জীবনে তাঁর নারী সঙ্গের সংখ্যা বেশ লম্বা। একের পর এক প্রেম। তারপর ছাড়াছাড়ি। তারপর ফের প্রেম। আর এভাবেই জীবনের ৪৯টি বসন্ত কাটিয়ে তিনি অবিবাহিত।

তবে লিওকে নিয়ে হলিউডে একটা কথা মুখে মুখে ঘোরে। তিনি নাকি ২৫ বছরের কম বয়সী ছাড়া প্রেম করেননা। এমনকি তাঁর এক প্রেমিকা বার রাফায়েলির যখন ২০ বছর বয়স তখন তাঁর সঙ্গে প্রেম করতে শুরু করেন লিও। ৫ বছর চলেও তাঁদের সম্পর্ক। কিন্তু বার ২৫ বছরে পড়তেই তাঁকে ছেড়ে দেন লিও।

এই ৪৯ বছর বয়সেও লিও তাঁর হাঁটুর বয়সী সুন্দরীদের সঙ্গে প্রেমে মজতে ভালবাসেন। তাঁর জীবনে একের পর এক নারী এসেছেন। তবে তাঁদের সকলেরই বয়স ২৫-এর নিচে। এমনকি বেশ কয়েকজন ২০-র নিচে।

লিও-র এই ২৫ বছরের কম বয়সী সুন্দরীদের প্রতি আকর্ষণ নিয়ে নিত্য চর্চা শুনতে শুনতে এবার বোধহয় ক্লান্ত প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে চলা এই হিরো। এবার তিনি ২৫-এর বেশি বয়সী এক মহিলার সঙ্গে প্রেম করতে চান।

দুর্নাম ঘোচাতে লিওনার্দো ডিক্যাপ্রিও এক পরিণত মানের যুবতীর সঙ্গে প্রেম করতে ইচ্ছুক। যদিও ২৫-এর নিচের তরুণী না হলে লিওনার্দো থাকতেই নাকি পারবেননা, এমনই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk