Entertainment

ক্যামেরার সামনেই নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অভিনেতা

Published by
News Desk

নাচতে গিয়ে একটা আঘাত আগেই লেগেছিল। তবে তার জন্য নাচ বন্ধ করেননি। বরং লড়াই চালিয়ে যাচ্ছিলেন। নাচের শ্যুটিং চলছিল। এভাবেই শ্যুটিং চলাকালীন নাচের দৃশ্যে নাচের স্টেপ নিতে নিতে আচমকা সেখানে লুটিয়ে পড়েন অভিনেতা লাভিশ দেওরা। সকলেই ছুটে যান তাঁর কাছে। দেখা যায় অজ্ঞান হয়ে গেছেন লাভিশ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও দ্রুত তাঁর জ্ঞান ফিরেও আসে।

‘তারা ফ্রম সাতারা’ একটি টিভি সিরিজ। সেই টিভি সিরিজের শ্যুটিং হচ্ছিল। আর সেখানেই ঘটে গেল এমন ঘটনা। লাভিশ জানিয়েছেন, তিনি একজন নৃত্যশিল্পী। নাচ তাঁর ভালবাসা। তাই নাচের পথে নিজের ব্যথাকেও অন্তরায় হতে দেননি তিনি। ব্যথা নিয়েই সকাল থেকে টানা অনুশীলন করছিলেন। কিন্তু যখন চূড়ান্ত সময় এল। যখন ক্যামেরার সামনে তিনি নাচছিলেন তখনই ঘটে গেল এই ঘটনা।

লাভিশ আরও জানিয়েছেন, নাচতে নাচতে আচমকাই তাঁর সামনে সব অন্ধকার হয়ে যায়। তারপরই তিনি অজ্ঞান হয়ে স্টেজে পড়ে যান। এই সিরিজের বাকিদের প্রশংসা করেছেন লাভিশ। জানিয়েছেন তিনি অসুস্থ হওয়ার পর সকলেই তাঁকে খুব সাহায্য করেছেন। তবে তিনি ফের কবে থেকে নাচতে পারবেন তা এখনও পরিস্কার নয়। হয়তো চিকিৎসকের পরামর্শ পেলে তবেই ফের ফ্লোরে ফিরতে পারবেন লাভিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk