Entertainment

অন্য শ্রদ্ধার্ঘ্য, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে জায়গা পাচ্ছেন লতা মঙ্গেশকর

বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে জায়গা পাচ্ছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর পরপরই এই প্রস্তাব পৌঁছেছে। ৫ বছরের কোর্সে পড়ানো হবে লতা মঙ্গেশকরের কথা।

Published by
News Desk

এবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসবে লতা মঙ্গেশকর নিয়ে প্রশ্ন। তাঁর জীবন, তাঁর সাফল্য ও লড়াই, সবই পাঠক্রমে যুক্ত হতে চলেছে। কোর্সে তাঁর কথা বিস্তারিতভাবে পড়ানো হবে। ফলে পাঠক্রমে জায়গার প্রশ্নে এবার পণ্ডিত ভীমসেন যোশী, উস্তাদ আল্লারাখা খান, উস্তাদ বিসমিল্লা খান, পণ্ডিত যশরাজ সহ দেশের প্রথিতযশা সঙ্গীত ব্যক্তিত্বদের সঙ্গে এক রেখায় চলে এলেন লতা মঙ্গেশকর।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফর্মিং অ্যাক্ট-এর পাঠক্রমে লতা মঙ্গেশকর যুক্ত হতে চলেছে। লতা মঙ্গেশকরকে কীভাবে কোর্সে অন্তর্ভুক্ত করা হবে তা বিস্তারিত জানিয়ে চিঠি পাঠানো হয়ে গিয়েছে বিভাগীয় প্রধানের তরফ থেকে।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফর্মিং অ্যাক্ট-এর পাঠক্রমের বিভাগীয় প্রধান বিদ্যাধর প্রসাদ মিশ্র জানিয়েছেন, তাঁর বিশ্বাস লতা মঙ্গেশকর তাঁদের কোর্সে পড়ানো শুরু হয়ে যাবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই। অর্থাৎ লতা মঙ্গেশকরকে নিয়ে উচ্চশিক্ষা স্তরে পড়ানো এখন সময়ের অপেক্ষা।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড পারফর্মিং অ্যাক্ট-এর পাঠক্রমে দেশ ও বিদেশের অনেক কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীর সম্বন্ধে পড়ানো হয়। সে তালিকায় ছিলেননা লতা মঙ্গেশকর। তবে বিদ্যাধর প্রসাদ মিশ্রর মতে, তিনি চান এই কোর্সে আরও বেশি করে ভারতীয় শিল্পীদের নিয়ে পড়ানো হোক।

এই কোর্সটি রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের জন্য। সেখানে লতা মঙ্গেশকরের জায়গা হওয়া অবশ্যই তাঁকে অন্যভাবে শ্রদ্ধা প্রদর্শন বলে মনে করছেন সঙ্গীত জগতের মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk