Entertainment

শারীরিক অবস্থার আরও অবনতি, ভেন্টিলেটরে লতা মঙ্গেশকর

সরস্বতী পুজোর দিনই জানা গেল কিংবদন্তি গায়িকা ভারতরত্ন লতা মঙ্গেশকরকে ফের ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

Published by
News Desk

স্বয়ং সরস্বতী বাস করেন তাঁর কণ্ঠে। তাঁর গানে মুগ্ধ ভারত সহ গোটা দুনিয়া। সেই ভারতরত্ন লতা মঙ্গেশকরকে ফের ভেন্টিলেটরে রাখার খবর এল সরস্বতী পুজোর দিনেই।

জানা যাচ্ছে, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছেন।

গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনাও ধরা পড়ে। চিকিৎসা চলতে থাকে।

আইসিইউ-তে রাখা হয়েছিল লতা মঙ্গেশকরকে। তাঁর নিউমোনিয়াও ধরা পড়ে। কিন্তু চিকিৎসকদের তৎপরতায় করোনাও নেগেটিভ হয়। নিউমোনিয়াও অনেকটা নিয়ন্ত্রিত হয়।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতির খবর সে সময় সকলকে স্বস্তিও দিয়েছিল। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হল। এতটাই অবনতি হয়েছে যে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর ওপর বেশ কিছু থেরাপি চলছে বলেও জানা গিয়েছে।

চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালাচ্ছেন। লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য একটি চিকিৎসক দল তৈরি করা হয়েছে। ২৪ ঘণ্টাই তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

৯২ বছর বয়স্ক লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি মুম্বইতেই নিজের বাড়িতে থাকতেন। সেখান থেকে বিশেষ বার হতেননা। তাঁর করোনা হওয়ার কারণ তাঁর বাড়িতে কাজে আসা কেউ বলেই মনে করছিলেন চিকিৎসকেরা।

করোনা সেরেছে ঠিকই, কিন্তু লতা মঙ্গেশকর এখন অতিসংকটজনক। তাঁর সুস্থতা কামনা করছেন দেশের আপামর মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk