World

প্রায় ৮ কোটি টাকায় বিক্রি হল ১৯০৮ সালের বাইক

বাইকটা মামুলি। তবে ১৯০৮ সালের। প্রাচীনত্বের নিরিখে শতক প্রাচীন। সেই বাইক যে দামে বিক্রি হল তা হতবাক করে দিতে পারে।

Published by
News Desk

১৯০৮ সালের একটি বাইক। হার্লে ডেভিডসন সংস্থার বাইকটি পুরনো হলেও তা যে যত্নে ছিল তা সেটিকে দেখেই অনুমেয়। সেই বাইকটি তোলা হয়েছিল নিলামে। সেখানে তার দাম চড়তে থাকে।

অবশেষে সেটি যে দামে বিক্রি হল তা এখনও পর্যন্ত পৃথিবীতে বিক্রি হওয়া কোনও বাইকের দামের চেয়ে বেশি। ফলে এই ১৯০৮ সালের বাইক এখন বিশ্বের সবচেয়ে দামি বাইকে পরিণত হয়েছে। নিলাম সংস্থাও মেনে নিয়েছে যে এখনও পর্যন্ত কোনও বাইক নিলামে এত দাম পায়নি। যা এই ১৯০৮ সালের বাইকটি পেল।

কত দাম উঠল এই বাইকের? আমেরিকার লাস ভেগাসে হওয়া এই নিলামে বাইকটির দাম ওঠে ৯ লক্ষ ৩৫ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৭ কোটি ৭৪ লক্ষ টাকার কিছু বেশি।

একটা ভিন্টেজ বাইকের এই দাম গোটা বিশ্ববাসীর চোখ কপালে তুলেছে। এত দামেও যে কোনও বাইক বিক্রি হতে পারে তা নিলামের সঙ্গে যুক্ত মানুষজনের কাছেও চমকপ্রদ।

গত জানুয়ারি মাসের শেষের দিকে এই নিলাম অনুষ্ঠিত হয় লাস ভেগাসে। নিলামে তো অনেক কিছুই বিক্রি হয়। তবে হার্লে ডেভিডসন সংস্থার এই স্ট্র্যাপ ট্যাঙ্ক বাইকটি নজর কেড়ে নেয়।

আলোড়ন ফেলে বাইকটি বিক্রিও হয় রেকর্ড দামে। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে এই বাইকের নিলাম শিরোনামে জায়গা করে নেয়।

Share
Published by
News Desk