National

পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুপ্রসাদ যাদবের সাড়ে ৩ বছরের কারাদণ্ড

Published by
News Desk

টানা ৪ দিনের টালবাহানার পর অবশেষে সাজা ঘোষণা হল পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। সাড়ে ৩ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে তাঁর, সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা। এটি অবশ্য পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত দ্বিতীয় মামলা। প্রথম মামলায় ৫ বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল তাঁর। এখনও ৩টি মামলা বাকি।

দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য সরকারি বরাদ্দের ৮৪.৫ লক্ষ টাকা বেআইনিভাবে তুলে নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদবসহ ১৬ জন। গত বুধবার ছিল তাঁদের সাজা ঘোষণার দিন। কিন্তু আইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের মৃত্যুতে বুধবার বন্ধ করে দেওয়া হয় আদালতের কাজকর্ম। এরপর নানা কারণে পিছতে থাকে সাজা ঘোষণা। অবশেষে শনিবার দুপুরে সাজা শোনাল আদালত। ইতিমধ্যেই অবশ্য তাঁর দল রাষ্ট্রীয় জনতা দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবে।

Share
Published by
News Desk