Categories: National

ফুল প্যান্টে আরএসএস, রাবড়ি দেবীকে কৃতিত্ব লালুর

Published by
News Desk

ওদের লজ্জা করেনা! ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে কোনও ধারণা নেই! বুড়ো বুড়ো লোকগুলো হাফ প্যান্ট পড়ে সকলের সামনে ঘুরে বেড়ায়! গত জানুয়ারিতে এটাই ছিল লালুপত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর প্রতিক্রিয়া। আরএসএস সদস্যদের খাকি হাফ প্যান্ট পড়া নিয়ে রাবড়ি দেবীর এই মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দেয়। সেই বক্তব্যের জের কিনা জানা নেই। তবে আরএসএস হালে তাদের ইউনিফর্মে পরিবর্তন এনেছে। হাফ প্যান্টের পুরানো পরম্পরা ছেড়ে নতুন খাকি ফুল প্যান্ট আর সাদা হাফ হাতা শার্টে দেখা যাচ্ছে তাঁদের।

আরএসএস-এর এই পোশাক পরিবর্তনের জন্য বুধবার স্ত্রী রাবড়ি দেবীর ভূয়সী প্রশংসা করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। আরএসএস-কে পোশাক বদলাতে বাধ্য করার জন্য রাবড়ি দেবীকেই পুরো শ্রেয় দেন লালু। পাশাপাশি লালুপ্রসাদের দাবি, পোশাকের সঙ্গে সঙ্গে আরএসএস-এর ভাবনাতেও পরিবর্তনের প্রয়োজন আছে। আগামী দিনে তাঁরা আরএসএসকে অস্ত্র পরিহার করতে বাধ্য করবেন বলেও দাবি করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts