National

জলে শীতকালীন অধিবেশন, ক্ষোভে ইস্তফার ইচ্ছা প্রকাশ আডবাণীর

Published by
News Desk

শীতকালীন অধিবেশন কার্যত ভেস্তে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। নোট বাতিলকে কেন্দ্র করে বিরোধীদের হৈ হট্টগোলে শীতকালীন অধিবেশন শুরুর দিন অর্থাৎ ১৬ নভেম্বর থেকে প্রায় অচল হয়ে আছে। অন্যদিকে বিরোধীরা নোট বাতিল নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেও তা এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী। ফলে উত্তাপ বেড়েছে। দুই পক্ষের এই নাছোড় মনোভাবে ক্ষতি হয়েছে সংসদের। কোনও সুস্থ আলোচনা ছাড়াই শীতকালীন অধিবেশন ভেস্তে গেছে। একটা গোটা অধিবেশনে প্রাপ্তি একটি মাত্র বিল। বাদবাকিটা শুধুই হট্টগোল আর মুলতুবি। এটা তিনি মেনে নিতে পারছেন না বলেই এদিন খোলাখুলি বিজেপি সহ বিরোধী সাংসদদের জানিয়েছেন লালকৃষ্ণ আডবাণী। সূত্রের খবর, ক্ষোভে বিজেপি সাংসদদের কাছে তিনি সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছাও প্রকাশ করেছেন। প্রসঙ্গত আগামী শুক্রবারই শীতকালীন অধিবেশনের শেষ দিন।

 

Share
Published by
News Desk