Sports

অলিম্পিকসে প্রকাশ পাড়ুকোন তাঁর সঙ্গে কি করেছিলেন, প্রধানমন্ত্রীকে বলে দিলেন লক্ষ্য সেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব জানিয়ে দিলেন লক্ষ্য সেন। অলিম্পিকস চলাকালীন তাঁর ক্ষেত্রে কোচ প্রকাশ পাড়ুকোন কি করতেন তা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলেন তিনি।

Published by
News Desk

তিনি পদক পাননি ঠিকই, তবে অনেকের মন জয় করে নিয়েছেন। তাঁর খেলার তারিফ করছেন অনেকেই। ব্যাডমিন্টনে তিনি ভারতকে পদক এনে দেওয়ার দরজায় পৌঁছে অবশেষে হাতছাড়া হয়েছে পদক।

সেই ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের পরপর ২টি হারে পদক হাতছাড়া হওয়ার পর তাঁর কোচ ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন মুখ খোলেন। বলেন খেলোয়াড়রা যা চাইছেন তা দেওয়া হচ্ছে। এবার তাঁদেরও কিছু দায়বদ্ধতা দেখাতে হবে। যা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত জোরদার হয়।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে প্যারিস অলিম্পিকসে যোগ দেওয়া ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন। সেখানে লক্ষ্য সেনকে তিনি বলেন, পদক নিয়ে এলে আরও ভাল লাগত।

তবে লক্ষ্যর খেলা দেশের মানুষের মন কেড়েছে। ছোটদের উৎসাহ জুগিয়েছে। দেবভূমির ছেলে লক্ষ্য যে ইতিমধ্যেই দেশের এক সেলেব্রিটি হয়ে উঠেছেন তাও লক্ষ্যকে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে এরপর লক্ষ্য সেন জানান, তাঁর কোচ প্রকাশ পাড়ুকোন অলিম্পিকসে তাঁর খেলা শুরুর আগেই তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। এটাও জানিয়ে দেন যতদিন না লক্ষ্য সেনের সব ম্যাচ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোবাইলটি তিনি হাতে পাবেন না।

এটা যে লক্ষ্যর মনঃসংযোগ ঠিক রাখতেই প্রকাশ পাড়ুকোন করেছিলেন তাও প্রধানমন্ত্রীকে জানান লক্ষ্য। আগামী দিনে তিনি আরও পরিশ্রম করে নিজের খেলার উন্নতি করবেন বলে প্রধানমন্ত্রীকে জানান লক্ষ্য সেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts