World

বিখ্যাত হ্রদের তলায় এটা দেখা যাবে ভাবতেও পারেননি বিজ্ঞানীরা

পৃথিবী বিখ্যাত এই হ্রদ। যা পর্যটনকেন্দ্রও বটে। সেই শান্ত জলের তলায় যে এমন কিছু থাকতে পারে তা ভাবতেও পারেননি বিজ্ঞানীরা। তবে তার দেখা মিলেছে।

Published by
News Desk

শান্ত হ্রদের টলটলে জলের ওপর নৌকাবিহার থেকে নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। হ্রদের ধারে অনেকেই বেড়াতে আসেন। বিশ্ববিখ্যাত হ্রদ বলে কথা! ডুবো জাহাজ খুঁজতে এমন সব গভীর জলে ডুব দেন এমন উৎসাহী মানুষের সংখ্যা কম নয়।

তাঁরা খোঁজ করেন কোনও জলের অনেক তলায় কোনও জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে কিনা। আর তা করতে গিয়েই এমন এক উৎসাহী মানুষের নজরে পড়ে এগুলি।

২০২২ সালে আমেরিকার গ্রেট লেকস-এ নানারকম পরীক্ষা শুরু করে ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর গ্রেট লেক এনভায়রনমেন্টাল রিসার্চ ল্যাবরেটরি।

সেই সময় উত্তর আমেরিকার বিখ্যাত পঞ্চহ্রদ বা ৫টি গ্রেট লেক-এর অন্যতম মিশিগান হ্রদের জলের তলদেশে এক অদ্ভুত জিনিসের খোঁজ পায় তারা। যদিও তখন অতটাও নিশ্চিত ছিলনা ওই ল্যাবরেটরি।

তবে গত অগাস্ট মাসে একটি অভিযানে লেক মিশিগানের অনেক গভীরে বিজ্ঞানীরা ৪০টি ক্রেটার বা অতিকায় গর্তের খোঁজ পান। প্রায় গোলাকৃতি এসব গর্ত রীতিমত বিশাল। যে গর্ত আরও অনেক গভীরে চলে গেছে।

কোনও একসময় জলের তলার মাটিতে কোনও এমন কিছু ঘটে যার জেরে এই গর্তগুলি সৃষ্টি হয় বলে মনে করছেন বিজ্ঞানীরা। এমন ৪০টি গর্ত মিশিগান হ্রদে রয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাঁরা রীতিমত চমকিত। গর্তগুলি নিয়ে পরীক্ষা চলছে। সেগুলি সম্বন্ধে আরও জানার চেষ্টা করছেন গবেষকেরা।

Share
Published by
News Desk

Recent Posts