Entertainment

সংস্কৃতে ট্যুইট, আনন্দে আত্মহারা লেডি গাগার ভারতীয় ভক্তরা

Published by
News Desk

‘লোকা সমস্তা সুখিনু ভবন্তু’ অর্থাৎ বিশ্বের সকলে সুখে থাকুক। বিশ্বের মানুষের প্রতি তাঁর ভালবাসাকে প্রকাশ করলেন পপ তারকা লেডি গাগা। তাঁর ভারতীয় অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ভারতে তো বটেই, এমনকি বহু প্রবাসী ভারতীয় তাঁর অন্ধ ভক্ত। সম্প্রতি লাস ভেগাস-এ একটি গানের অনুষ্ঠান চলাকালীন তিনি পড়ে গিয়ে চোট পান। এখন সেই চোট থেকেই আস্তে আস্তে সেরে উঠছেন লেডি গাগা।

কিন্তু কেন এমন একটা ট্যুইট? কেন সংস্কৃতে? গাগা ভক্তদের অনেকের মতে হয়তো লেডি গাগার আগামী অ্যালবামের সঙ্গে এর কোনও যোগসূত্র আছে। তাই তার প্রচার করতেই এমন একটা ট্যুইট। অনেকে তো তাঁকে হিন্দুত্বে স্বাগত জানিয়ে ফেলেছেন। অনেকে আবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে সংস্কৃতে তাঁর পোস্টের পর পাল্টা পোস্টে ভরে যাচ্ছে গাগার সোশ্যাল অ্যাকাউন্ট।

২০১২ সালে ভারতের গ্রেটার নয়ডায় ফর্মুলা ওয়ান আফটার পার্টিতে গান গাইতে আসেন লেডি গাগা। তখন দেশের এক প্রথমসারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় মহিলাদের তাঁর ভীষণ ভাল লাগে। বিশেষত তাঁদের ভুরু। লেডি গাগা বলেছিলেন, যেহেতু তিনি নিজে একজন ইতালিয়ান, তাই তাঁর পুরু ভুরু ভীষণ পছন্দের। আর ভারতীয় মহিলাদের ক্ষেত্রে তেমনই ভুরু তিনি খুঁজে পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk