World

গ্রামে ভেঙে পড়ল পণ্যবাহী বিমান, মৃত ৩২

Published by
News Desk

কিরঘিজস্তানের একটি গ্রামে ভেঙে পড়ল একটি পণ্যবাহী বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। বিমানটি তুরস্কের। হংকং থেকে যাচ্ছিল ইস্তানবুল। মাঝে কিরঘিজস্তানের আকাশে ওড়ার সময় আচমকাই বিমানটি রাজধানী বিসবেকের অদূরে মানস বিমানবন্দরের কাছে একটি গ্রামের ওপর ভেঙে পড়ে। বিমান আছড়ে পড়ায় ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ শিশু সহ ৩২ জনের। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা। তবে স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা কিরঘিজস্তান এখন বরফে ঢাকা। তুষারপাতও হচ্ছে। এই অবস্থায় দৃশ্যমানতা তলানিতে গিয়ে ঠেকেছে। দৃশ্যমানতার অভাবেই বিমানটি ভেঙে পড়ে বলে মনে করছেন তাঁরা। তবে এখনও সঠিক কারণ অজানা। ব্ল্যাক বক্স খুঁজে কারণ খোঁজার চেষ্টা চলছে।

 

Share
Published by
News Desk