World

টিভিতে লাইভ চলাকালীন সোজা ঢুকে পড়ল খাবারের ডেলিভারি বয়, তারপর যা হল

একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল। লাইভ মানে সম্প্রচারও শুটিংয়ের সঙ্গেই হচ্ছে। তার মাঝেই আচমকা ঢুকে পড়ে এক ফুড ডেলিভারি বয়। ব্যাস তারপর যা হল।

টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানের ক্ষেত্রে প্রডিউসার থেকে ক্যামেরাম্যান বা বিভিন্ন মেশিনে থাকা কর্মীদের সবচেয়ে বেশি সচেতন থাকার দরকার পড়ে। কারণ এই অনুষ্ঠান একইসঙ্গে যেমন রেকর্ড করা চলছে, তেমনই তার সম্প্রচারও হচ্ছে। মানে দর্শকও সেটাই দেখছেন যেটা সেখানে হচ্ছে।

একটি টিভি চ্যানেলে এমনই একটি লাইভ অনুষ্ঠান চলছিল। এক ঐতিহাসিক তথা জ্যোতির্বিজ্ঞানীর সাক্ষাৎকার চলছিল। যা সরাসরি দেখানো হচ্ছিল চ্যানেলে। ফলে সেখানে যাই হবে তা সর্বসাধারণ টিভির পর্দায় দেখতে পাবেন।

সেখানেই দেখা যায় সাক্ষাৎকারের মাঝেই লাল জামা পরে এক খাবার ডেলিভারি করতে আসা যুবক খাবার নিয়ে ক্যামেরার সামনেই ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছেন।

তাঁকে দেখে বোঝা যাচ্ছে তিনি কোন দিকে যাবেন, কার কাছে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তবে লাইভ অনুষ্ঠান, ক্যামেরা চলা, এসব নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। ওখানে একটু এদিক ওদিক করে তিনি সেখান থেকে অন্য দিকে চলে যান।

খাবার ডেলিভারি দিতে অনেক সময়েই একাধিক সংস্থার কর্মীরা হাজির হন বাড়িতে বা অফিসে। তিনি দরজায় এসে জানান। তারপর যাঁর ডেলিভারি এসেছে তিনি বেরিয়ে এসে সেটি নিয়ে নেন।

এমনটা নয় যে ডেলিভারি করতে এসে কেউ কিছু না বলেই ঘরে ঢুকে আসেন। সেখানে একটা টিভি অনুষ্ঠানের লাইভ চলাকালীন অত দূর পর্যন্ত একজন ফুড ডেলিভারি বয় পৌঁছে গেলেন কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কুয়েতের টিভি চ্যানেলে ঘটা এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। ওই চ্যানেলে যাঁরা লাইভ অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন বা অন্য কর্মীরা থাকা সত্ত্বেও কীভাবে একদম ক্যামেরার সামনে পর্যন্ত ওই খাদ্যবাহক পৌঁছে গেলেন তা নিয়ে অবাক অনেকেই।

লাইভ যেখানে হয় তার আশপাশে চ্যানেলের কর্মীরা সর্বদাই সতর্ক থাকেন। এক্ষেত্রে তাঁরা কতটা নির্বিকার ছিলেন যে এতদূর পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব হল বাইরের কারও! অবাক হচ্ছেন অনেকেই। উঠছে সুরক্ষা নিয়ে প্রশ্নও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *