Categories: Kolkata

স্টিং কাণ্ডে মুখ খুললেন জেলবন্দি কুণাল ঘোষ

Published by
News Desk

স্টিং অপারেশনকে হাতিয়ার করে সুর চড়ালেন সারদা কাণ্ডে জেলবন্দি তৃণমূল থেকে বহিস্কৃত কুণাল ঘোষ। এদিন শুনানির জন্য তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে ঢোকা ও বার হওয়ার সময় তৃণমূলের বহিস্কৃত সাংসদ দাবি করেন নারদ নিউজের স্টিং অপারেশনে যাদের টাকা নিতে দেখা গেছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে। তিনি জেলে থাকবেন আর অন্যরা বাইরে ঘুরবেন, এটা হতে পারেনা, এই বলে সোচ্চার হন কুণাল ঘোষ। এমনকি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তাঁকে বাধা দেওয়ার নামে মারধর করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। যদিও বেশিক্ষণ তাঁকে কথা বলতে দেয়নি পুলিশ। প্রায় জোর করেই তাঁকে মিডিয়ার সামনে থেকে সরিয়ে নিয়ে যায় তারা।

Share
Published by
News Desk

Recent Posts