Kolkata

কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল ইডি

Published by
News Desk

সারদা চিটফান্ড কাণ্ডে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই কুণাল ঘোষকে তলব করে সমন পাঠিয়েছিল ইডি। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার ইডি আধিকারিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। সারদা চিটফান্ড কাণ্ডে কুণালবাবুর কী ভূমিকা ছিল সে সম্বন্ধে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনই জানিয়েছেন এক ইডি কর্তা।

সারদা গ্রুপে যে অর্থনৈতিক লেনদেন হয় সে সম্বন্ধে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুণাল ঘোষ ছাড়াও বেশ কয়েকজনকে ডেকে পাঠাচ্ছে ইডি। ইডি আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার, সারদা কর্তা সুদীপ্ত সেনের খুব কাছের বলে পরিচিত অরিন্দম দাস সহ কয়েকজন ব্যবসায়ীকে সারদা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের অগাস্ট মাসে ডাকা হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই ইডি কর্তা।

প্রায় ১০ হাজার কোটি টাকার সারদা মামলায় সারদা কর্তা এখন জেলবন্দি। সেইসঙ্গে আরও একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধেও তদন্তে তৎপরতা দেখাচ্ছে ইডি এবং সিবিআই। রোজভ্যালি মামলা। রাজ্যে চিটফান্ড তদন্তে গতি এনেছে ইডি ও সিবিআই। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুও এখন গারদের পিছনেই রয়েছে। এই মামলাতেও তদন্তকারী সংস্থার তরফে স্বনামধন্য ব্যক্তিত্বদের ডাক পড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Kunal Ghosh

Recent Posts